e8 সেইরূপ সৈন্য ছিল যামিনী শোভনে । সকল বিনাশ হৈল নাহি দেখি দিনে ॥ এককালে নানা শোক উপজিল আসি । শোক-সিন্ধু মধ্যে আমি তৃণ হেন ভালি ॥ কষ্টভাগ্যে কষ্ট হয় নাহি হয় দূর । স্বয়ম্বরে পাই দুঃখ দ্রুপদের পুর ॥ লক্ষ রাজা স্বরস্বরে করিল গমন । লক্ষ্য বিন্ধি প্রাপ্ত হইল ইন্দ্রের নন্দন ॥ তাছাতে অনেক কষ্ট পাইমু অপার। কৃষ্টের কৃপায় তাহ হইল নিস্তার ॥ ইন্দ্রপ্রস্থে রাজা হইলেন ধৰ্ম্মরাজ । ভুবনে বিখ্যাত হৈল রাজসূয় কাজ ॥ ত্রিভুবনে নিমন্ত্রণ হইল সবারে । কত শত রাজা আসি রহিল দুয়ারে ॥ কুবের সম্পদ জিনি হইল বৈভব। পৃথিবীতে একচ্ছত্র হইল পাণ্ডব ॥ জনে জনে বিষয় দিলেন যুধিষ্ঠির । সম্পদের সংখ্যা নাহি পূর্ণিত মন্দির ॥ দেখি দুর্য্যোধন রাজা করিল মন্ত্রণা । শকুনি পাপিষ্ঠে আনি দিলেক যন্ত্রণ ॥ পাশা খেলি রাজ্যধন হরিয়া লইল । সভামধ্যে আমার যে চুলেতে ধরিল ॥ বস্ত্রহরণের কষ্ট দিল দুঃশাসন । কতেক কহিব তাহ না যায় কথন ॥ আকর্ষণ করি কেশ টানে পুনঃ পুনঃ । কেহ কিছু নাহি বলে সকলি বিগুণ ॥ দুৰ্য্যোধন পাপমতি দেখাইল উরু । এ কারণে ভাঙ্গে ভীম মারি গদা গুরু ॥ কর্ণ দুষ্ট আমারে বলিল কুবচন । মরণ অধিক হৈল না যায় কথন । যে কষ্ট হইল তাহা নারি কহিবারে । অমঙ্গল দেখি অন্ধ চিস্কিল রিচারে ॥ আমারে ডাকিয়৷ অন্ধ দিল বরদান । ধন রাজ্য দিয়া পুনঃ করিল সম্মান ॥ বর পেয়ে নিজ রাজ্যে করিমু গমন । পুনঃ পাশা খেলি দুষ্ট পাঠায় কানন ॥ মঞ্জুলতরং শ্ৰীমঙ্গগন্মোহনং। | ৰকমৰ বনবালে নানা কষ্ট হইল ভুগিতে । কত দিনে দুৰ্য্যোধন বিচারিল চিতে ॥ দুৰ্ব্বাস মুনিরে পাঠাইল সেই বন । শিষ্য ষাটি সহস্ৰ লইয়া তপোধন ॥ তবে কত দিনে জয়দ্ৰথে পাঠাইল । আসিয়া আমার বাসে অতিথি হইল ॥ শূন্যঘর দেখি দুষ্ট হরিল আমায় । ধৰ্ম্ম রক্ষা করিলেন আমারে সে দায় ॥ অনন্তরে গিয়া আমি বিরাট আলয় । সৌরিন্ধী হইয়া দুঃখ ভুগিলাম তায় ॥ তবে কত দিনে দুষ্ট কীচক দুৰ্ম্মতি । আমাকে দিলেক দুঃখ অতি পাপমতি ॥ প্রকারে মারিল ভীম রজনী সময় । তবে পাইলাম রক্ষা কৃষ্ণের কৃপায় । না জানি কি আছে আর বিধাতার মনে । জটাস্থর দিল দুঃখ কাম্যক কাননে ॥” বলে ল’য়ে যায় দুষ্ট পৃষ্ঠেতে করিয়া । তাহাকে মারিল ভীম গদা আস্ফালিয় ॥ তাহাতে পাইনু রক্ষী কৃষ্ণের কৃপায়। কত দুঃখ কব আর কহ নাহি যায় ॥ এই সব দুঃখ স্মরি জ্বলে বহ্নিজ্বালা । কত আর নিভাইব হইয়া অবল ॥ এবে শক্র বিনাশিয়া মনে হৈল আশ । গত-নিশি আমার ঘটিল সৰ্ব্বনাশ ॥ এখন জীবন ধরে এই পাপ তনু । r আমার উচিত হয় পশিতে কৃশানু ॥ পিতৃ ভ্ৰাতৃ পুত্ৰশোকে জ্বলে কলেবর । যেমন গরল জ্বালা জ্বলিছে অন্তর ॥ কান্দিয়া শক্রর নারী মনে পায় ব্যথা । তাহার অধিক মোর করিল বিধাত ॥ দ্রৌপদী ক্ৰন্দন শুনি ভীম ধনঞ্জয়। অবসন্ন বিষন্ন দেখেন শূন্যময় ॥ বিহবল হইয়া পড়ে মাদ্রীর নন্দন । দ্রৌপদী হইতে করে অধিক ক্ৰন্দন ॥ কোপেতে আকুল হয়ে ধৰ্ম্মের নন্দন । , শিবির দেখিতে রাজা করেন গমন ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।