পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૨૭ স্বচ্ছাভোজগতং নবেন্দুমুকুটং দেৰং ত্ৰিনেত্ৰং ভজে । [ মহাভারত। তোমাকে না শোভে হেন দিতে অনুমতি । তুমি রাজা হৈলে আমি পাইব পরিতি ॥ এমত কৃষ্ণের লীলা কেহ নাহি জানে । । অনুমতি দেন ধৰ্ম্ম কৃষ্ণের বচনে । হস্তিন যাইব চল দেব গদাধর। শুনি আনন্দিত হ’ল বীর বৃকোদর। যুধিষ্ঠির রাজা হইবেন হস্তিনার । শুনি আনন্দিত হয় মাদ্রির কুমার ॥ অর্জন প্রফুল্ল হন ধৰ্ম্মের বচনে । ত্বর করিলেন সবে হস্তিন গমনে ॥ হেনকালে ধৃতরাষ্ট্র করেন ক্ৰন্দন । কোথায় ছাড়িয়া যাই পুত্র দুৰ্য্যোধন ॥ দুঃশাসন দু-মুখ প্রভূতি যত জন । স্মরিয়া আমাকে লহ শুন বাছাধন । দেশেতে দেখিব গিয়া আমি কার মুখ P পাণ্ডব নিলেক রাজ্য ধন জন মুখ ॥ সকরুণে হেন কথা কহিল রাজন । শুনি যুধিষ্ঠির হইলেন অচেতন ॥ পড়িল ভূমিতে ধৰ্ম্ম হইয়া মুছিত। কৃষ্ণাৰ্জ্জুন সহদেব দেখি হৈল ভীত ॥ ভুলিয় রাজাকে বসাইলেন শ্ৰীহরি । বসিয়া কহেন রাজা কৃতাঞ্জলি করি ॥ কি আর প্রবোধ দেহ ওহে দেব হরি । জ্যেষ্ঠতাত-শোক আর সহিতে না পারি ॥ কেমনে এ সব কথা শুনিব শ্রবনে । শুন কৃষ্ণ কাৰ্য্য নাহি মম রাজ্যধনে ॥ দ্রোপদৗ মরিবে পঞ্চপুত্র বিবর্জিত । অভিমনু শোকে কান্দে বিরাট দুহিতা ॥ করি প্রাণত্যাগ প্রায়শ্চিত্ত যে ইহার । আর কিছু নাছি বল দৈবকী-কুমার ॥ ধৃতরাষ্ট্র বিরাটাদি দ্রুপদ রাজন । রাজ্য হেতু নাশিলাম শুন নারায়ণ ॥ পৃথিবীতে আছিল যতেক নরপতি। মম হেতু সবাকার হইল দুৰ্গতি ॥ . কেন পাপ আশা আমি বাড়াইমু মনে । o রাজ্যলুব্ধ হয়ে আমি হইনু দুরন্ত । ভীষ্ম হেন পিতামহ করিলাম অন্ত ॥ অৰ্জ্জুনের বাণে পিতামহ ম্ৰিয়মান । শিখণ্ডী সম্মুখে গিয়া কৈল অপমান ॥ রথ হৈতে যখন পড়িল ভীষ্মবীর । , আকাশ হইতে যেন খসিল মিহির ॥ পুষিয়া পালিয়া মোরে শিখাইল নীত । হেন পিতামছে মারি না হয় উচিত । কহিতে অধিক দুঃখ উঠে নারায়ণ । রাজ্যে কাৰ্য্য নাহি মম পুনঃ যাব বন ॥ তবে ব্যাস প্রবোধ দিলেন নরবরে। শুন ধৰ্ম্ম, শোক কেন ভাবহ অস্তরে ॥ আমি যাহা কহি তাহ শুন মন করি । গতজীবে শোক কৈলে বাড়ে যত বৈরী ॥ যথায় সংযোগ, তথা বিয়োগ অবশ্য । সলিলের বিম্ব যেন সুংসার রহস্ত । জন্মিলে মরণ যেন অবশুই লোক । জন্ম মৃত্যু দেহ ধরি না করিহ শোক । এ সব ঈশ্বর-লীলা শুন নরপতি । সেই সে বুঝিতে পারে কৃষ্ণে যার মতি ॥ ইহাতে বিবাদ কেন শুনহ রাজন । পুনঃ পুনঃ আপনি কহেন নারায়ণ ॥ এত বলি কছিলেন বহু ইতিহাস । যুধিষ্ঠিরে প্রবোধ দিলেন মুনি ব্যাস ॥ ংসার প্রসঙ্গে সেই কথা মুনিগণে । সনকেরে সিজ্ঞাসা করিল তপোবনে ॥ শুনিল মুনিরা যাহা সনকের স্থানে । সে কথা কহেন ব্যাস ধৰ্ম্মের নন্দনে ॥ অনিত্য শরীর ভাই শুন সৰ্ব্বজন । । নানামত ব্যাধি হেতু প্রাণীর নিধন ॥ বিধাতা লিখিল যারে যেমন প্রকারে । খণ্ডন না হয় সেই জনমিলে মরে a আপনার কৰ্ম্ম হেতু মরয়ে আপনি । , চিরজীবী কেহ নহে শুন নৃপমণি ॥ | প্রথম বয়সে কেছ, কেহ মধ্যকালে। শেষকালে ময়ে কেহ বাৰ্ধক্য হইলে n ·