৭৪৮ কামেশ্বরের ধ্যান—দেবং কামেশ্বরং তত্র পঞ্চবক্তং চতুভূজমৃ । [ মহাভারত । ংক্ষেপে কহিব কিছু শুন সারোদ্ধার । সোমবংশে পূৰ্ব্বজন্ম আছিল আমার ॥ ধৰ্ম্মকীৰ্ত্তি নাম ছিল বিখ্যাত জগতে । দুষ্টমার্গে রত বড় ছিলাম মর্ত্যেতে ॥ একচ্ছত্র ভূপতি ছিলাম জম্বুদ্বীপে । অধৰ্ম্মে ছিলাম রত ধৰ্ম্মেতে বিরূপে ॥ প্ৰজাগণে পীড়িলু হিংসিনু শাস্তজন । এইরূপে পাপ করিলাম আচরণ ॥ একদিন দৈবযোগে সৈস্যের সহিতে । মৃগয়া করিতে গেনু চড়ি অশ্ব রথে ॥ বিপিনে যাইয়া এক ঘেরিনু হরিণে। ডাক দিয়া কহিনু সকল সৈন্যগণে ॥ যার দিক দিয়া এই হরিণ যাইবে । কদাচিত তারে যদি মারিতে নারিবে ॥ ংশের সহিত তারে করিব সংহার । এই বাক্য সবারে বলিনু বীর বার ॥ শুনিয়া সজাগ হৈল সৰ্ব্ব সৈন্যগণ । সশঙ্কিত হৈয়া মৃগ ভাবে মনে মন ॥ যদ্যপি পলাই এই সৈন্য দিক দিয়া । সবংশে তাহারে রাজা ফেলিবে কাটিয়া । এক প্রাণী রক্ষা হেতু মরিবে অনেক । শুভদিন আজি একাদশী অতিরেক ॥ ইতিমধ্যে যদ্যপি আমার মৃত্যু হয় । পশুত্ব খণ্ডিবে মোক্ষ লভিব নিশ্চয় । যে হৌক সে হৌক মম যাউক পরাণ । নৃপতির দিক দিয়া করিব প্রস্থান ॥ যদি বা আমাকে রাজা করিবে নিধন । মোক্ষগতি হরে পাপ পশুত্ব মোচন ॥ যদি কদাচিত প্রাণ রহেত আমার । নৃপতি পাইবে লজ্জ সৈন্যের নিস্তার ॥ এতেক ভাবিয়া মৃগ সেইরূপ করে । মম দিক দিয়া মৃগ চলিল সত্বরে ॥ আকর্ণ পূরিয়া বাণ মারি শীঘ্ৰগতি । ন বাজিল মৃগে বাণ এমতি নিয়তি ॥ লজ্জা ভাবি তবে ক্রোধে চড়িয়া অশ্বেতে । ঘোর বনে গেল মৃগ না পাই দেখিতে ॥ با تح---- দওক অরণ্যে বহু করিয়া ভ্রমণ ।. নাহি পাইলাম মৃগ দৈব নিৰ্ব্বন্ধন ॥ অশ্ব হত হৈল, শ্রম হইল বহুল । ক্ষুধায় তৃষ্ণায় চিত্ত হইল আকুল ৷ ক্ষুধা তৃষ্ণাযুত আমি হইয়া বিশেষে । বৃক্ষতলে রহিলাম দিব। অবশেষে ॥ রাত্রিশেষে হৈল মম দৈবে লোকান্তর। দুই যমদূত আসে অতি ভয়ঙ্কর ॥ মহাশাপ দিয়া মোরে করিল বন্ধন । সত্বরে লইয়া গেল যমের সদন ॥ দেখি ধৰ্ম্মরাজ বড় গজ্জিল দূতেরে। অকারণে কেন হেথা আনিলে ইহারে ॥ সৰ্ব্বপাপে মুক্ত আছে এই নরবর। একাদশী উপবাসে হৈল লোকান্তর ॥ শুন কহি দূতগণ আমার বচন । একাদশী ব্ৰত আচরিবে যেই জন ॥ দাস্যভাবে করে হরি মন্দির মার্জন । তারে হেথা তোরা না আনিবি কদাচন ॥ গোবিন্দের নাম যেই করয়ে স্মরণ । সৰ্ব্বভুতে সমভাবে ভজে নারায়ণ ॥ কদাচ তাহারে তোর হেথা না আনিবি । সাবধান বিস্মরণ কভু নাহি হবি ৷ দেবতুল্য পিতৃ মাতৃ যে করে সেবন । অতিথি সেবয়ে করে তীর্থ পর্য্যটন ॥ | ভূমিদান গো-দানাদি করে দ্বিজগণে । দুঃখী দরিদ্রকে তৃপ্ত করে অন্ন ধনে ॥ সভামধ্যে মুখে যার মিথ্যা নাহি খসে । দৈবযজ্ঞ করে যেই ব্রাহ্মণ উদ্দেশে । গোধন পালন করে সর্বব জীবে দয়া । সন্ন্যাস গ্রহণ করে ত্যজি গৃহমায় ॥ ষোগ সাধি মৃত্যুঞ্জয়ে ভজে যেই জন । শুদ্ধভাবে যেই আরাধয়ে নারায়ণ ॥ সাবহিত হয়ে করে পুরাণ শ্রবণ । পুরাণ পড়য়ে যেই শুদ্ধচিত্ত মন ॥ ধৰ্ম্মকথা কহিয়া লওয়ায় অধৰ্ম্মিরে । কদাচিত তাহারে না আন হেথাকারে ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।