দ্বিচারিণী বলিবেক যত সৰ্ব্বজন । , এই কর প্রঙ্কু মোর হউক মরণ ॥ " না করিব যদি শুন আমার বচন। তোমার উপরে হত্যা দিব এইক্ষণ ॥ এত শুনি হালিয়৷ বলেন নারায়ণ । দৈবের নির্ববন্ধ কন্যা না হয় খণ্ডন ॥ দুই স্বামী এই তব অদৃষ্টে লিখিত । আমার শকতি ইহা না হয় খণ্ডিত । এত শুনি বৈশ্যপত্নী করে নিবেদন । যদি মোরে আজ্ঞা প্রভু হুইল এমন । কৃপা যদি কৈলা প্রভু আমা তিন জনে । সশরীরে লছ প্ৰভু বৈকুণ্ঠ ভুবনে ॥ মর্ত্যেতে থাকিলে হবে লোকে উপহাল । হাসিয়া গোবিন্দ তারে করেন আশ্বাস ॥ ভকতবৎসল হরি ঠেকিলেন দায় । বৈকুণ্ঠ হইতে রথ আনেন ত্বরায় ॥ এক রথে আরোহি চলেন চারিজন । শৃশ্যে ভর করি রথ চলে সেইক্ষণ ॥ হেনকালে দুইজন হরির কিঙ্কর । চতুভূজ রূপ দোহে শু্যাম কলেবর ॥ মোহন মুরতি রূপ রাজবলোচন । চলি যায় বিমান আরূঢ় দুই জন ॥ সেই রথে আর দুই স্ত্রীপুরুষ জন । চারিজন এক রথে হরষিত মন ॥ দেখিয়া হুমতি অতি কৌতুহল মনে । করযোড়ে নিবেদন করে জনাৰ্দ্দনে ॥ কহ দেব কেবা হয় এই দুই জন । তোমার সদৃশ রূপ দেখি কি কারণ ॥ আর দুই জন দোহাকার বাম পাশে । এক রথে চারিজন কৌতুক বিশেষে ॥ কৃষ্ণ কন জিজ্ঞাসহ উহ। সবাকারে । আপনার পরিচয় কহিবে তোমারে t - এত শুনি স্বমতি জিজ্ঞাসে সেইক্ষণ । কহ শুনি তোমরা কে হও ছুই জন । বামপাশে কেব। আর দেখি জুই জন । বিবরিয়া কহ শুনি ইহার কারণ ॥ শৈক্তিপৰা ] অশ্বতাপর্বমধ্যস্থং ব্ৰহ্মপদ্মপরিস্থিতম্। ግ¢¢ . এত শুনি হালি দোহে বলয়ে বচন । द्भिन्न झिञ्झन्न cषांझ। श् छ्ंश् खन् ॥ ’ এই দুই জন কেবা জিজ্ঞাসঙ্কু মোরে। দোহাকার কথা যে কহিব তোমারে a · এইত পুরুষ নামে কলিক আছিল। ক্ষজ্ঞকুলে জন্মি বড় কুক্রিয়া করিল ॥ এই সে রমণী বড় আছিল পাপিনী । নামেতে কলিঙ্গ বেশ্বা বড় দ্বিচারিণী ॥ কিন্তু অজ্ঞানেতে এক করিল সাধন । শুকপক্ষী এক এই করিল পালন । শুকমুখে হরিনাম করিল শ্রেবণ । ংখ্য পুরুষ সহ করিল রমণ ॥ স্থমালী গন্ধৰ্ব্ব ছিল অতি ভয়ঙ্কর । তার সনে রমণ করিল বহুতর ॥ একদিন বেশ হেতু পুষ্প তুলিবারে । একাকিনী গেল এক কানন ভিতরে ॥ মৃগয়া কারণেতে কলিক দুষ্টতর । । রথে চড়ি গিয়াছিল বনের ভিতর ॥ বেশ্বার রূপেতে মগ্ন হইল দুৰ্ম্মতি । হরিয়া রথেতে লৈয়া চলিল ঝটিতি ॥ শীঘ্র রথ চালাইয়া দিল দুরাচার । গন্ধৰ্ব্ব আসিয়া তথা নামিল সত্ত্বর ॥ ক্রোধেতে কলিক তবে কৈল মহামার । প্রাণপণে বাণ বিন্ধে দোছে দোহাকার ॥ দোহে দোহ বাণ বিন্ধে কেহ নহে উন । ক্রোধেতে গন্ধৰ্ব্ব বাণ মারিল দ্বিগুণ ॥ বায়ু অস্ত্র গন্ধৰ্ব্ব এড়িল ক্রোধভরে । ফাপর কলিক নিবারিতে নাহি পারে ॥ মহা বায়ুবেগে রথ উড়ায় সত্বরে । প্রয়াগের জলে ফেলাইল দুরাচারে u • প্রয়াগে ডুবিয়া মরে এই দুই জন। . . জন্ম জন্মান্তর পাপ হইল মোচন ॥ বৈকুণ্ঠে লইয়া যাই এই সে কারণ । এত শুনি হৈল কন্যা সবিস্ময় মন । দাসীগণ যে বলিল হইল নিশ্চয় । জানিলাম আমি এই ব্যাধের তনয় ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।