বৃহস্পতি গুরুরে শাপিল সেইক্ষণ ॥ নিজ বশ নয় আত্মা পরবশ হয় । ” জানিয়া আমারে শাপ দিলা মহাশয় ॥ " তোমারে ত শাপ আমি দিব সে কারণ । হীন পক্ষীযোনি মধ্যে পাইয়া জনম ॥ গৃধিনী নামেতে পক্ষী অবশ্য হইবা । চিরদিন ভোগ ভুঞ্জি শাপে মুক্ত হবা ॥ এত শুনি জিজ্ঞাসেন ধৰ্ম্ম নরপতি । কিরূপেতে পক্ষীযোনি পাসু বৃহস্পতি ॥ কতদিনে গত হৈল শাপ বিমোচন । কহ শুনি পিতামহ ইহার কারণ ॥ গাঙ্গেয় বলেন ভূপ করন্থ শ্রবণ। চন্দ্রের বচন কতু ন ৰায় খণ্ডন ॥ গৃঞ্জ পতগেতে জন্ম হৈল বৃহস্পতি । বৃন্দারক গিরিতটে করিল বসতি ॥ পরম কৌতুকে রহে ভাৰ্য্যার সংহতি । কত দিনে পক্ষিণী হইল গর্ভবতী ॥ চারিগুটি ডিম্ব কত দিনে প্রসবিল । ডিম্ব ফুটি চারি শিশু তাহাতে জন্মিল ॥ দুই গুটি ডিম্বে হৈল ছুই গুটি স্থত । স্বামী সহ পক্ষিণী হইল আনন্দিত । সৰ্ব্বাঙ্গ স্বন্দর শিশু দেখি চারিজন । ৰাৎসল্য ভাবেতে দোহে করিল পালন । ক্ষণেক না ছাড়ে দোছে শিশুর সংহতি । . নান উপহার ভোগে পালে নীতি নীতি ॥ ཤན་༠, ། জলদীগ্নলসক্ষেত্ৰং সুর্ঘ্যকোটিলনপ্রভং - মহাভারত ! ৰূখ শাস্ত্র মম স্থামে করিলা পঠন । এইরূপে কত দিন আনন্দ কৌতুকে । গুরুপত্নী ছঞ্জি পাপ করিলা অর্জন ॥ ভাৰ্য্যা পত্নী সহ পকী বঞ্চে নানাজখে । গুরুগৰ্ব্বে নাছি দেখ আপন অপায় । একদিন দৈৰবশে তাহার-কারণ । ’ আজি হৈতে হইবে কলঙ্ক তব গায় ॥ একেশ্বর সে পক্ষী চলিল ঘোর বন ॥ তবে আর মম বাক্য শুনরে অধম । ভাৰ্য্যারে রাখিয়া ঘরে শিশুর রক্ষণে ॥ " মম শাপে মৰ্ত্তলোকে হইৰে জনন ॥ আহার কারণে গেল দণ্ডক কাননে । কুরুবংশে ধনঞ্জয় পাণ্ডুর কুমার । হেনকালে এক ব্যাধ আইল সেখান । তাহার ঔরসে জন্ম হইবে তোমার a পক্ষীরে দেখিয়া অস্ত্র করিল সন্ধান ॥ কৃষ্ণের ভাগিনা হয়ে স্বভদ্র গর্তেতে । অল্পমাত্ৰ অস্ত্ৰক্ষত হইল শরীরে । অল্প দিনে শাপ মুক্ত হইবে তাহাতে ॥ উড়িয়া পড়িল পক্ষী রেবানদী তীরে ॥ এত শুনি চন্দ্র তবে হৈল ক্রুদ্ধমন । শূন্য এক দেবালয় ছিল সেই স্থলে । । তাহার ভিতরে গেল ক্ষতে অঙ্গ জ্বলে । পশ্চাতে দেখিয়া ব্যাধ আইল সত্বর । ত্বরাত্বরি প্রবেশিল মন্দির ভিতর ॥ বাণেতে পীড়িত পক্ষী উড়িবারে নারে । ফিরি ফিরি চলে পক্ষী ধরিতে না পারে ॥ সাতবার প্রদক্ষিণ কৈল দেবালয় । তবে মহাকুদ্ধ ব্যাধ হৈল অতিশয় ॥ পুনরপি দিব্য অস্ত্র করিল প্রহর । বাণাঘাতে তনুত্যাগ হইল তাহার ॥ পক্ষী ল’য়ে গৃহে ব্যাধ গেল হৃষ্টচিত্তে । বিষ্ণু প্রদক্ষিণ ফল লভিল তাহাতে ॥ সেই পুণ্যে শাপে মুক্ত হৈল সেইক্ষণ । দিব্যমুক্তি হইয়া চলিল নিকেতন ॥ যাহা জিজ্ঞাসিলে রাজা কহিনু তোমারে। গুরু শিষ্য দোহে শাপ দিলেন দোহারে ॥ " গর্ভবতী ভার্ষ্য। তবে দেখি বৃহস্পতি । ক্রুদ্ধচিত্তে তাহারে বলয়ে মহামতি ॥ অবলা স্ত্রীজাতি তুমি কি বলিব আর । মম বাক্যে এই গর্ত করছ সংহার ৪ তবে সে লইৰ তোমা আপন ভবনে । শীঘ্ৰগতি গর্ত ত্যাগ কর এইক্ষণে ॥ ভয়েতে আকুল প্রসবিল সেইক্ষণ । এক গুটি স্থত হৈল একটি নন্দন ॥ দেখি হরষিত জীব কছেন তখন । । মম কন্স পুত্র এই বিধির স্বজন ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।