ግግ8 যাহা দেয় তাহা ভুঞ্জে নাহিক এড়ান। তাঁর ভক্ষ্য হেতু যে রাখিনু মতিমান । किस्छु चांब्र ७धक कथां स्ॐन विश्रांथब्र । যখন ব্রাহ্মণে দান দিল নরবর ৯ ক্রোধ করি অন্নদান দিলেন ব্রাহ্মণে । সে পাপ ভুঞ্জিতে হবে যমের সদনে । এত শুনি বিস্মিত হইল বিদ্যাধর । করযোড়ে কহে পুনঃ ইন্দ্রের গোচর u স্ববাহুর সঙ্গে মম মিত্রত হইল । বিনয় করিয়া রাজা আমারে কছিল । এই পাপ ভোগ তুমি খণ্ডাবে আমার । তাহার অগ্রেতে আমি কৈন্তু অঙ্গীকার ॥ হেন পাপ ভোগ সখা ভুঞ্জিবে আপনে । সাক্ষাতে কেমনে আমি দেখিব নয়নে ॥ ইহার প্রকার মোরে বল মহাশয় । ইথে মুক্ত নরপতি কোন মতে হয় ॥ ইন্দ্র বলিলেন তার আছয়ে উপায় । শীঘ্ৰগতি গিয়া তুমি কহিবে রাঙ্গয় ॥ অষ্টমীর উপবাস পাৰ্ব্বতী সেবন । রাজার নগরে করি থাকে যেই জন ॥ তার অঙ্গ সেই দিন পরশ করিবে । স্বান করি ব্ৰতী হ’য়ে তপ আরম্ভিবে ॥ কাটিয়া অঙ্গের মাংস রাখিবে রুধিরে । শিব দুর্গ আরাধিবে এক সম্বৎসরে ॥ বৎসর হইলে পুর্ণ ব্রত সাঙ্গ করি । বেদবিজ্ঞ দ্বিজগণে আনিবে আদরি ॥ অন্নদান ভূমিদান দিবে দ্বিজগণে । আজ্ঞা ল’য়ে পশ্চাতে সে করিবে পারণে ॥ তবে তার এই পাপ হইবে খগুন । এত শুনি গন্ধৰ্ব্ব হইল হৃষ্টমন ॥ কছিল এ সব গিয়া রাজার গোচরে । শুনি নরপতি তবে জমিল নগরে ॥ অষ্টমীর উপবাসী কারে না দেখিল । অনেক ভ্ৰমিয়া রাজা চিস্তিত হইল ॥ নগরের নারী এক ছিল বেশ্বাঘরে । স্ত্রী পুরুষে কোন্দল করিছে বহুতরে ॥ নিখিলজল নিবাসং ৰিশ্বৰীজস্বরূপং ॥ [ মহাভারত। নিরাহারে আছে তার অষ্টমী দিবস। তার অঙ্গ গিয়া রাজা করিল পরশ ॥ ব্ৰতী হয়ে সম্বৎসর পাৰ্ব্বতী পূজিল । মহাপাপ ভোগ হৈতে ভূপতি তরিল ॥ দান ব্যান বহুতর করিল রাজন । অন্তে তনু ত্যজি গেল বৈকুণ্ঠ ভুবন ॥ শোক দূর করি রাজ স্থির কর মন । স্বধৰ্ম্মেতে রাজধৰ্ম্ম ৰূরহ পালন ॥ অষ্টমীর ব্ৰতকথা শুনে যেই জন । সৰ্ব্ব দুঃখে তরে সেই ব্যাসের বচন ॥ মহাভারতের কথা অমৃত লহরী। কাশী কহে শুনিলে তরয়ে ভববারি । একাদশীয় ব্ৰতোপলক্ষে যজ্ঞমালীং উপাখ্যান । কহেন গঙ্গার পুত্র কুন্তীর পুত্রেরে। আর কিছু ব্ৰতকথা কহিব তোমারে । একাদশী ব্ৰতকথা সৰ্ব্বব্রত সার । অবধান কর শুন ধৰ্ম্মের কুমার ॥ পূর্বে কহিয়াছি একাদশী অনুষ্ঠানে । পারণাদি অতঃপর শুন একমনে ॥ শুদ্ধচিত্তে এই ব্রত কর আচরণ । , ! সৰ্ব্বভুঃখে তরে সেই পাপ বিমোচন ॥ : প্রাতঃকালে স্নান করি একাদশী দিনে । ধৌত বস্ত্র পরি তৈল গ্রহণ বর্জনে ॥ ; সেইরূপে জনাৰ্দ্দন করিয়া স্থাপন । ত্রিকোণ করিয়া করি আসন রচন ॥ পুৰ্ব্বমুখ হয়ে ব্ৰতী বসিবে আসনে। শুদ্ধচিত্তে আরাধিবে দেব নারায়ণে ॥ স্বাসমন্ত্র পড়ি স্নান জপ নমস্কার। মূলমন্ত্র জপি ধ্যান করি আরবার ॥ তদন্তরে নানা পুপে পূজিবে বিধানে। হৃদয় কৰ্ম্মলাপরি মুরি নারায়ণে ॥ ! তদন্তরে নৈবেদ্যাদি নানা উপহারে । তাহা দিয়ে পুনরপি পুজিবে আচারে । নৈবেদ্য তুলসী দিয়া করি নিবেদন । পূজা অনুসারে তবে করি বিসর্জন ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।