পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শান্তিপর্ব 1) ব্যাধিনামীশ্বরং দেবং পঞ্চাননমহং ভজে । ԳԵ-Ց aঙ্কাম ভকত আমি বরে নাহি কাজ । দি বর দিবে তবে দেহ দেবরাজ ॥ কৰ্ম্মদোষে জন্ম মম যথা তথা হয় । একান্ত ভকতি যেন তব পদে রয়ু ॥ কীট জন্ম হুব-কিম্বা মনুষ্য কিন্নরে । গন্ধৰ্ব্ব চারণ আদি যত চরাচরে ॥ পৰ্ব্বত স্থাবর আদি ভূত প্রেতগণ । থা তথা জন্ম হয় অদৃষ্ট কারণ ॥ অকারণে কর মোরে মাস্তুতে মোহিত । নিৰ্ম্মায়া হইব আমি মায়া বিবর্জিত ॥ তোমার মায়াতে বদ্ধ যত চরাচর । কেবল বজ্জিত মায়া তোমার কিঙ্কর । ঈশ্বরের মায়াতত্ত্ব কি বুঝিতে পারি। মায়া বিবর্জিত বর দেহ শ্ৰীমুরারী ॥ এত বলি করে দণ্ডবং প্রশিপাত । দলেন তাহারে জ্ঞান ভক্তি জগন্নাথ ॥ পুনরপি উতঙ্কে বলেন শ্ৰীনিবাস । পর্বত্র মঙ্গল হবে পুব্লিবেক আশ ॥ নর-নারায়ণ স্থানে করহ গমন । তপ যোগ সাধি কর মম আরাধন । নর নারায়ণ স্থানে লহ উপদেশ । একান্ত আমারে ভক্তি করিলে বিশেষ । অন্তেতে আমারে তুমি পাইবে নিশ্চয় । এত বলি স্বস্থানে গেলেন কৃপাময় ॥ . তত্ত্ব উপদেশ ল’য়ে ভজিল ঐহরি। অন্তকালে তনু ত্যজি গেল বিষ্ণুপুরী ॥ কহিলাম তোমারে যে পুরাণ-কথন । র নির্ণয় তত্ত্ব জানে কোন জন ॥ থিবীর রেণু যদি গণিবারে পারি। লসীতে ভরি যদি সমুদ্রের বারি ॥ fকাশের তারা যদি পারি যে গণিতে । স্বরের তত্ত্ব তৰু ন পারি কহিতে ॥ রেন করান তিনি আপনি ঈশ্বর । অন্য দিয়া অস্থ্য বৃত্তি হরেন ঐধর ॥ স্ব দিয়া অন্য জনে সংহারেন হরি । ছিার প্রসঙ্গ মায়া বুঝিতে ন পারি: | পিতা মাতা পুত্র বন্ধু কেহ কার’ নয় । মরিলে সম্বন্ধ নাহি বুঝ মহাশয় ॥ এক হয়ে আলে জীব এক হ’য়ে চলে । আমার আমার বলি মল্লয়ে বিফলে । সে কারণে কহি শুন ধৰ্ম্মের নন্দন । চিত্তে কৃষ্ণ রাখি শোক কর নিবারণ ॥ এত বলি গঙ্গাপুত্র নিঃশব্দ হইল । ধ্যানযোগে কৃষ্ণ মনে ধরিয়া রহিল । মহাভারতের কথা অমৃত সমান । কাশীদাস কহে সদা শুনে পুণ্যবান ॥

  • *

ভীষ্ম কর্তৃক শ্ৰীকৃষ্ণের স্তব । সূত বলে অবধান কর মুনিগণ । এতেক শুনিয়া পরীক্ষিতের নন্দন ॥ যোগমার্গ কথা শুনি সানন্দ হৃদয় । পুনরপি জিজ্ঞাসিল করিয়া বিনয় ॥ সে যোগমার্গের কথা ভীষ্মমুখে শুনি । কোন কৰ্ম্ম করিলেন ধৰ্ম্ম নৃপমণি ॥ কিরূপে করেন ভীষ্ম স্বগে আরোহণ । শুনিবারে ইচছা হয় ইহার কথন ॥ মুনি বলে অবধান কর নরপতি । অনন্তর গঙ্গাপুত্র ভীষ্ম মহামতি ॥ যোগমার্গ ইতিহাস পুরাণের সার । কহিলেন ধৰ্ম্মেরে করিয়া কুবিস্তার ॥ পুনশ্চ বলেন শুন ধৰ্ম্মের নন্দন। রাজা হ’য়ে রাজ্য কর হস্তিনা ভুবন ॥ মহাযজ্ঞ কমিয়া ভজহু দয়াময় । জ্ঞাতিবধ পাপ আদি সব হবে ক্ষয় ॥ মাঘমাস সীতাষ্টমী আজি শুভদিনে । শরীর ছাড়িব আমি-ভজি নারায়ণে । শুন কৃষ্ণ তব হস্তে কমি সমপৰ্ণ । পঞ্চ ভাই দ্ৰৌপদীরে করিবা পালন ॥ ইন্দ্রের ভবনে আমি করিব প্রস্থান । এত বলি নিঃশব্দ হইল মতিমান ॥ নিগুড় করিয়া ধ্যান যোগ চিত্তে ধরি । করেন কৃষ্ণের স্তোত্র ভীষ্ম ভক্তি করি ॥