পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●brb দুৰ্য্যোধন ৰিবাদেতে অর্থ হৈল ক্ষয় । কিমতে হইবে যজ্ঞ মুনি মহাশয় ॥ অশ্বমেধ হবে হেন না দেখি উপায় । বিবরিয়া মহাযুনি কহিবা আমায় । ফলহীন বৃক্ষ যেন ত্যজে পক্ষিগণ । অর্থহীন পুরুষেরে ছাড়ে সৰ্ব্বজন ॥ ধনহীন পুরুষের ধৰ্ম্ম নাহি হয় । ধন হৈতে ধৰ্ম্ম হয় মুনিগণ কয় ॥ হেন ধন নাছি মম কিসে হবে যজ্ঞ । কিমতে তরিব পাপে কহ মহাবিজ্ঞ ॥ ব্যাস বলিলেন শুন ধৰ্ম্মের নন্দন । কার্য্যে কৰ্ম্মে বদ্ধ হৈলে ধনে প্রয়োজন ॥ তবে ধনে ধৰ্ম্ম হয় ইথে নাহি আন । শুন রাজা কহি তোমা ধনের সন্ধান ॥ মরুত নামেতে এক ছিল নরবর । তার যজ্ঞ কথা কহি তোমার গোচর ॥ অশ্বমেধ করিল মরুত নরপতি । অদ্যাপি তাহার যশ ঘোষে বসুমতী ॥ বিংশতি সহস্র বিপ্রে যজ্ঞেতে বরিল । সুবৰ্ণ আসন সব দ্বিজগণে দিল ॥ স্বর্ণ বাটি স্বর্ণ থালা স্বর্ণময় ঝারি । কাঞ্চন নিৰ্ম্মাণ পাত্রে অন্নজল পূরি ॥ হেনমতে মরুত ব্রাহ্মণ সেবা করে । প্রত্যহ নূতন পাত্র দিল দ্বিজবরে ॥ হেনমতে যজ্ঞ কৈল শতেক বৎসর । মরুত সমান ধনী নাহি নৃপবর ॥ বহু ধন নিতে না পারিয়া দ্বিজগণ । হিমালয় পাশ্বেতে রাখিল সৰ্ব্বধন ॥ তথা হৈতে সেই ধন আনহু সত্বর । অশ্বমেধ হইবেক শুন নৃপবর ॥ ব্যাসের বচন শুনি ধৰ্ম্মের নন্দন । যোড়হস্ত করিয়া করিল নিবেদন ॥ শুন মহাশয় আমি যজ্ঞ না করিব । সে ধন ব্রহ্মস্ব, আমি কেমুনে আনিব ॥ পাপ বিনাশিতে চাহি যজ্ঞ করিবারে । আনিতে বিপ্রের ধন বল কি প্রকারে ॥ সোমের ধ্যান—সামুদ্রং বৈশ্বমাত্ৰেয়ং হস্তমাত্রং সিতাম্বরং । [ মহাভারত শুন মহামতি মম যজ্ঞে নাহি কায । শুনিলে হাসিবে সব নৃপতি-সমাজ ॥ ব্রহ্মস্বতে বংশ রক্ষণ হইবে কেমনে । কিমতে সে দেব্য আমি করিব গ্রহণে ॥ হাসিয়া বলেন ব্যাস শুনহ রাজন । দোষ নাহি নৃপতি আনিতে সেই ধন ॥ সে ধন ব্রাহ্মণগণ করিলেন ত্যাগ । ইথে দোষ না পরশে শুন মহাভাগ ॥ ভয় না করিহ তুমি ধৰ্ম্মের তনয় । অগ্নি জল পৃথিবী, এ ধন কার’ নয় ॥ শত শত রাজা পূর্বে পৃথিবীতে ছিল। অনন্তরে কত কত আরো রাজা হৈল ॥ বাহুবলে পৃথিবীর করিল পালন । নানা যজ্ঞ করিলেক পেয়ে নানা ধন ॥ সেই ধন জল অগ্নি হ্রাস নাহি হয় । ইথে কেন কর ভয় ধর্মের তনয় ॥ পূৰ্ব্বেতে দেবতা স্থার ছিল দুই ভাই । এ ধন ধরণী যত অস্করেতে পাই ॥ তবে দেব, অম্বরে মারিল বাহুবলে । এই ধন নিতে আজ্ঞা কৈল কুতূহলে ॥ সাবর্ণি নামেতে হৈল সূর্য্যের নন্দন । পৃথিবী পাইল রাজা তপের কারণ ॥ বশ করি বহুমতী পালিলেক প্রজা । হেনমতে সূৰ্য্যবংশে হৈল কত রাজা ॥ তা সবার দান যজ্ঞ বিদিত সংসারে । এ সব তপের তেজ জানাই তোমারে ॥ হরিশ্চন্দ্র মহারাজ খ্যাত ত্রিভুবনে । সকল পৃথিবী দান দিলেন ব্রাহ্মণে ॥ ব্রহ্মস্ব হইল তবে যেই বসুমতী । তবে কেন লইবেক ক্ষত্রে নরপতি ॥ ব্রহ্মস্ব বলিয়। তার ভয় নাহি ছিল । প্রজার পালনে ধৰ্ম্ম কৰ্ম্ম যে করিল ॥ তবে বিরোচন স্থত বলি হুৈল রাজা । ব্রাহ্মণেরে সপ্তদ্বীপ দিয়া করে পূজা ॥ আপনি পাতালে গেল না পাইয়া স্থান । দুষ্ট দেখি তারে বিড়ম্বিল ভগবান ॥