be o o ক্ষত্ৰকুলে জনমিয়া ত্যজিলে সংগ্রাম । শত্রুর আশ্রয় ল’য়ে বৃথা ধর নাম ॥ তোমার সম্মুখে মৈল কোলের কুমার । পুত্র শোকে মরি এই তোমার গোচর ॥ এত বলি রাজরাণী কঁদে উচ্চৈঃস্বরে । অশ্ব ল’য়ে নরপতি আইল বাহিরে ॥ অর্জনেরে অশ্ব দিল নীলধ্বজ রায় । যোড়হাতে বলে ক্ষমা করহ আমায় ॥ না জানিয়া মোর পুত্র তুরঙ্গ ধরিল । , বিধাতা তাহার ফল হাতে হাতে দিল ॥ " এত বলি নীলধ্বজ অৰ্জ্জুনের সঙ্গে । তুরঙ্গ রাখিতে রাজা গেল অতি রঙ্গে ॥ তাহা শুনি রাণী অতি ক্রুদ্ধা হয়ে মনে । অন্তঃপুর ত্যজি গেল ভ্রাতার সদনে ॥ পুত্ৰশোকে জনার ভ্রাতৃগৃহে গমন । তবে জনাবতী নারী, অন্তরেতে ক্রোধ করি, । ত্যজিয়া আলয় ধন জন । পুত্ৰশোকে অধোমুখ, মনেতে ভাবিছে দুঃখ, স্বামী নিল বিপক্ষ শরণ ॥ পথে যেতে যুক্তি করে, বিনাশিব অর্জনেরে, সহোদর সহায় করিয়া । না পুরিল মনোরথ, দৈবে মোর এই পথ, কি করিব ঘরেতে বসিয় ॥ বিনাশিলে অর্জনেরে,তবে মোরআশা পূরে, নহে আমি ত্যজিব শরীর । কাতর হইল রাজ, দুঃখতে নাহিক লাজ, কোথা গেল সে পুত্র প্রবীর । লাজ অধোমুখ হৈয়া, মনে যুক্তি বিচারিয়া, ভ্রাতার ভবনে গেল চলি । উলুকের বিদ্যমানে, জনা কঁদে সকরুণে, পুনঃ পুনঃ লোটাইয়৷ ধূলি ॥ ভগিনীর দশা দেখি, উলুক হইল দুঃখী, হাতে ধরি তুলিল তাহারে । না কহিয়া বিবরণ, কঁাদ কেন অকারণ, কেবা বল দুঃখ দিল তোরে ॥ নারায়ণাধিদৈবঞ্চ বিষ্ণু প্রত্যাধি দৈবতং । [ মহাভারত । জনা বলে ওগো ভাই,কহিবারে আসি নাই, I প্রবীর মরিল আজি রণে । অর্জন আইল পুরে, অশ্ব রাখিবার তরে, : লে হেতু সংগ্রাম তার সনে ॥ | যুদ্ধ করে ধনঞ্জয়, জামাতা পাইল ভয়, i পরাজয় হইল নৃপতি । পুত্ৰশোক না ভাবিয়া, তুরগ দিলেন লৈয়, i পার্থসহ করিলেক প্রীতি ॥ শুনিয়া পাইমু তাপ, না ঘুচিল মনস্তাপ স্বামী নিল শক্রর শরণ । বিনাশিয়া অর্জনেরে,যদি রাজ্য দেহ মারে, তবে শোক হয় নিবারণ ॥ এ বড় অধিক লাজ, নীলধ্বজ মহারাজ, | পুত্ৰশোক না করিল মনে । জনমিয়া ক্ষত্ৰকুলে, অশ্ব রাখিবার ছলে, ভয়ে গেল অৰ্জ্জুনের সনে ৷ ! ধরিনু চরণ তোর, প্রতিজ্ঞ রাখহ মোর, অৰ্জ্জুনের বধিয়া জীবন । আমি সে অবলা জাতি,কলঙ্কে আছয়ে ভীতি, নহে আমি করিতাম রণ ॥ ভাই যে উলুক নাম, ধৰ্ম্মবুদ্ধি অনুপাম, : লজ্জাতে করিল হেটমাথ । অবল প্রবলা হয়ে, নিজ পুরী তেয়াগিয়ে, কি কারণে আসিয়াছ হেথা ॥ পার্থ নর-নারায়ণ, কহে যত মুনিগণ, রণে কেহ জিনিতে না পারে । পাণ্ডবের সখা গুরু, কৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, কেবা তার কি করিতে পারে ॥ আপনার ভাল চাহ, নিজালয়ে চলি যাই, তবে সে আমার ক্রোধ নাই । কি কৰ্ম্মকরিলে তুমি,কছু নাহি শুনি আমি, প্রতিফল পাবে মোর ঠাই ৷ রহিবেক দুষ্ট ভাষা, নহে কাটিতম নদী, অবলার এত অহঙ্কার । ভ্রাতৃমুখে কথা শুনি, জন অপমান গ;ি | নাহি গেল পুরে আপনার " |
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।