:J:ES&C_::-.....*ళ بنیان হয় । সিংহনাদ বাদ্যরব শুনিয়া শ্রেবণে । পাণ্ডবের সেনা সব প্রবেশিল রণে a ধনুৰ্ব্বাণ হাতে করি বীর বৃষকেতু । অগ্রে রথ চালাইল যুঝিবার হেতু ॥ বৃষকেতু বাণ তবে পুরিল সন্ধান। কিরীটী-তনয় তাহা করে খান খান । হেনমতে ছুইজন অনেক যুঝিল । গগনমণ্ডল দোহে বাণে আচ্ছাদিল । অন্ধকার হৈল সব না দেখি নয়নে । পরিচয় নাহি যুদ্ধ করি কার সনে ॥ তবে বক্রবাহ কৈল বাণ অবতার। দিনকর অ!চ্ছাদিল হৈল অন্ধকার ॥ দুই বাণে বিন্ধে বক্রবাহ নরপতি । বৃষকেতু রথধ্বজ কাটে শীঘ্ৰগতি ॥ পঞ্চবাণ দিয়া কাটে সারথির মুণ্ড । বাণ গুণ ধনু কাটি করে খণ্ড খণ্ড ॥ ফাপর হইল তবে কর্ণের নন্দন । বক্রবাহনের রণে হৈল অচেতন ॥ তাহা দেখি শাম্ব বীর প্রবেশিল রণে । অনেক সংগ্রাম করে বক্রবাহ সনে ॥ ক্রমে ক্রমে তাহ। আমি কতেক কহিব । ভারত সমুদ্র কথা স্বধার অর্ণব ॥ বভক্রবাহ বাণে কার? নাহিক নিস্তার । হইল অস্থির রণে শাম্ব বীরবর। জর্জর হইল তনু রক্ত বহে স্রোতে । কিংশুক কুষম যেন শোভিছে বসন্তে ॥ প্রাণভয়ে পদাতিক নাহি রহে রণে । অচেতন হৈল বক্রবাহনের বাণে ॥ । ভীম আর সাত্যকি যে সাহস করিল। বক্রবাহনের লনে অনেক যুঝিল । রুধিরে কর্দম তুমি দেখিয়া নয়নে । ভীমসেন-মহাবীর ভয় পায় মনে ॥ । তবে বক্রৱাহ কৃয়ে বাগের সন্ধান।" যুবনাশ্ব অনুশাম্ব সবে পলাইল । - নীলধ্বজ হংসধবজ পরাভব পেয়ে । অৰ্জুন সম্মুখে সবে উভরিল গিয়ে । Tঅপমান পেয়ে সৰে বক্রবাহ রণে । তা দেখি কিরীট বীর কুপিলেন মনে । গাতীৰ লইয়া পরে বীর ধনঞ্জয় । , যুঝিতে গেলেন বীর হইয়া নির্ভয় ॥ হেনকালে বৃষকেতু ধনুৰ্ব্বাণ ল’য়ে । রণে প্রবেশিল পুনঃ সাহস করিয়ে । বৃষকেতু করিলেন বাণ বরিষণ । বাণে বাণ নিবারয়ে কিরীটী নন্দন ॥ " ধ্বজছত্র কাটে বাণ হাতে ল’য়ে ধনু । । এক বাণে বক্রবাহ কাটিলেন তনু ॥ বক্রবাহ সৈন্ত তবে বিন্ধিলেক বছ। কুপিল কিরীট বীর যেন গ্রহ রাহু ॥ ইন্দ্র চন্দ্র বরুণ কুবের দত্ত বাণ । কোপাম্বিতে ধনঞ্জয় করেন সন্ধান ॥ বক্র বাহ রাজা তাহা নিবারিল শরে । দেখিয়া কিরাটী বীর সক্রোধ অন্তরে ॥ . পিতা পুত্রে উভয়ে যে সংগ্রাম হইল বাহুল্য কারণ সব লেখা নাহি গেল ॥ অক্ষয় গাওঁীব তুণ রণে হৈল ক্ষয় । তা দেখি চিন্তিত হইলেন ধনঞ্জয় । বক্রবাহ বলে শুন ইন্দ্রের নন্দন । পাণ্ডুর তনয় তোমা বলে সৰ্ব্বজন ধৰ্ম্মস্থত যুধিষ্ঠির বড় ভাগ্যবান । পবননন্দন ভীম পবন সমান ॥ সহদেব নকুল দুই অশ্বিনীকুমার । , ভাল চন্দ্রবংশে জন্ম হইল তোমার n ; আপন জন্মের কথা মনে না করিলা । ভূমি মোরে জারঞ্জ-বলিয়া গালি মিলা : সম্মুখ সমরে আমি পাইমু তোমারে"স্মরণ করছ ভূমি দেৰ গদাধরে a " E、 | আজি কৃষ্ণ বলে তোষ পরাজস্থ কুঞ্জি "... " : -- .. 巴匣、 恩。。 - 邕調鷲法罵茲 ::శ్లాస్గో ఔ". "...కాబత్తి
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।