অশ্বমেধপর্ব। ] শ্ৰীজনমেজয় বলে শুন তপোধন । অশ্ব ল’য়ে কোথা গেল পাণ্ডুর নন্দন ॥ বলেন বৈশম্পায়ন শুন জন্মেজয় । রত্নাবতী পুরে গেল পাণ্ডবের হয় ॥ রত্নাবতীপুরে রাজা ময়ুরধ্বজ নাম । বড়ই ধাৰ্ম্মিক রাজা সৰ্ব্ব গুণধাম ॥ ংগ্রামে নাছিক কেহ তাহার সমান । তার নামে বীরগণ হয় কম্পমান ॥ অশ্বমেধ যজ্ঞ করিলেন নরপতি । অশ্বরক্ষা করে তাম্ৰধ্বজ মহামতি ॥ . অশ্ব ল’য়ে আছে সেই নৰ্ম্মদীর তীরে । দৈবে অৰ্জ্জুনের অশ্ব গেল সেই পুরে ॥ অশ্ব দেখি তাত্মধ্বজ আনন্দিত মন । অশ্বকে ধরিল বীর করিয়া যতন ॥ লিখন পড়িয়া তার হৈল অহঙ্কার । পাণ্ডব সমান বীর কেহ নাহি আর ॥ বারবেশ অহঙ্কারে কাপে কলেবরে । ডাক দিয়া বলিল যতেক অনুচরে ॥ বান্ধিয়া রাখহ ঘোড়া করিয়া যতন । দখি কি করিতে পারে পাণ্ডুর নন্দন ॥ সহঙ্কারে অশ্বভালে করেছে লিখন । রিতে আমার ঘোড়া পারে কোনজন ॥ ত্ৰি লহু সেনাগণ ধনুৰ্ব্বাণ হাতে । কিলে সুসজ্জ হও সংগ্রাম করিতে ॥ পাদেশে অনুচর অশ্ব ল’য়ে গেল। গত্মধ্বজ যুদ্ধ হেতু সুসজ্জ হইল ॥ " শখিধ্বজ স্থত অশ্ব ধরিলেক বলে । করীটি শুনিয়া আজ্ঞা করেন সকলে ॥ আগে হৈল বৃষকেতু ল’য়ে ধনুৰ্ব্বাণ । iাম্ৰধ্বজ সহ তার বাজিল সংগ্রাম ॥ কি দিয়া বৃষকেতু বলে উচ্চৈঃস্বরে । ক ধরিল যজ্ঞ ঘোড়া মরিবার তরে ॥ ধষ্ঠির সহায় আপনি নারায়ণ । fণ্ডবে জিনিতে নারে এ তিন ভুবন । ত্মিধ্বজ বলে কৃষ্ণ সবাকার পতি । বুঝিয়৷ কহ কেন কুৎসিত ভারতী ॥ বিপনীখন ৰামক্রোন্ডে সত্রিকা। ৮৩১> ভক্তের অধীন কৃষ্ণ ভজনেতে পাই । এ তিন ভুবনে র্তার শক্র কেহ নাই ॥ ! পাণ্ডবের কৃষ্ণ বলি কর অহঙ্কার । শুন বৃষকেতু জ্ঞান নাহিক তোমার ॥ দেখিব কেমনে আজি জিনিবে সংগ্রাম । অশ্ব নিয়া নিজদেশে করহ প্রয়াণ ॥ মম পিতা অশ্বমেধ যজ্ঞ আরম্ভিল । অশ্ব রাখিবার তরে মোরে পাঠাইল ॥ ভাল হৈল এই অশ্ব দৈবে দিল আনি । লইতে যজ্ঞের ঘোড়া না পারিবা তুমি ॥ বৃষকেতু বলে শুন নৃপতি নন্দন । জিনিয়া আনিল সঙ্গে যত রাজগণ ॥ যুবনাশ্ব নীলধ্বজ হংসধ্বজ আদি । পরাভব পেয়ে সবে আইল সংহতি ॥ ! বৃথা অহঙ্কার কর মরিবে এখন । নহে অশ্ব কিরীটিরে করহ অপৰ্ণ ॥ বৃষকেতু বাক্যে বীর ক্রুদ্ধ হৈল মনে । ! যুড়িল পঞ্চাশ বাণ ধনুকের গুণে ॥ কর্ণের নন্দন নিবারিতে ন পারিল । তাম্ৰধ্বজ বাণে বীর জর্জর হইল । তবে তাম্ৰধ্বজ বীর পাঁচ বাণ দিয়া । বৃষকেতু রথধ্বজ ফেলিল কাটিয়া ॥ তুণ গুণ কাটিলেন রথের সারথি । বিরথ হইল বৃষকেতু মহামতি ॥ দশ বাণে তাম্ৰধ্বজ তাহাকে বিন্ধিল । কর্ণের নন্দন রণে মূচ্ছিত হইল ॥ তবে বুবনাশ্ব রাজা স্থবেগ সহিত । করে বহু যুদ্ধ তাম্ৰধ্বজের সহিত ॥ পিতা পুত্রে মুচ্ছিত হইল দুইজনে । তবে অনুশাল্ব আসি প্রবেশিল রণে ॥ তাত্মধ্বজ সহ কৈল অনেক সংগ্রাম । ভূমিতে পড়িল দৈত্য হইয় অজ্ঞান । তবে হংসধবজ আfর সে বক্রবাহন । প্রাণপণে দুই জনে কৈল মহায়ণ ॥ মহাবীর তাম্ৰধ্বজ ভয় নাহি করে । . জিনিতে নারিল কেহ তাত্মধ্বজ বাবে ।
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।