এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
রক্তরক্তীকৃতাঙ্গঞ্চ রক্ত-বিস্ফুরিতেক্ষণং।।
মুনি বলে যদু হৈতে জন্মিল যাদব। তুর্ব্বসুর বংশ হৈতে যবন উদ্ভব।। দ্রুহ্য হৈতে বর্দ্ধিত হইল ভোজবংশ। অনুর ঔরসে জন্ম ম্লেচ্ছ অবতংশ।। পুরুর ঔরসে জন্ম হইল পৌরব। যার বংশে আপনার হৈয়াছে উদ্ভব।। তপ জপ যজ্ঞ ব্রত ধর্ম্মেতে তৎপর। পুরুর যতেক কর্ম্ম লোকে অগোচর।। পুরুরাজ পাটেশ্বরী পৌষ্টী নাম ধরে। তিন পুত্র হইল যে তাঁহার উদরে।। প্রবীর প্রধান পুত্রে দিল রাজ্যভার। শূরসেনী নামে কন্যা বনিতা তাহার।। তাঁর পুত্র মনয্যু সে হৈল নরবর। তিন পুত্র হৈল তার পরমসুন্দর।। তিন পুত্র মধ্যে হৈল রাজা সিংহনন। মিশ্রকাশী-গর্ভেতে জন্মিল দশজন।। অনাবৃষ্টি নৃপতির পুত্র মতিনার। তংসু আদি চার পুত্র হইল তাঁহার।। ঈনিল তাঁহার পুত্র বলে মহাতেজা। তাঁর পঞ্চ পুত্রেতে দুষ্মন্ত হল রাজা।। শকুন্তলা ভার্য্যা তাঁর বিখ্যাত সংসার। ভরত নামেতে পুত্র হইল তাঁহার।। ভরতের গুণ কর্ম্ম কহিতে বিস্তার। ভূমন্যু বলিয়া পুত্র হইল তাঁহার।। সুহোত্র বলিয়া রাজ তাঁহাতে উৎপত্তি। তাঁর পুত্র হস্তি নামে হইল সুকীর্ত্তি।। বসাইল আপনার নামেতে নগর। হস্তিনা বলিয়া নাম ভূবন ভিতর।। অজমীঢ় মহারাজ হস্তীর নন্দন। তাঁর পুত্র রাজা হৈল নাম সংবরণ।। সংবরণ রাজ্যকালে অনাবৃষ্টি কৃত। দুর্ভিক্ষ হইল, লোক ব্যাধিতে পীড়িত।। পাঞ্চাল দেশের রাজা বলে নিল দেশ। সংবরণ করিলান বনেতে প্রবেশ।। কৃপা করি বশিষ্ঠ সহায় হৈল তাঁর। পুনরাপি রাজ্যপ্রাপ্তি হইল রাজার।। নান যজ্ঞ দান তবে করিল নৃপতি। তাঁর জায়া সূর্য্যসুতা নামেতে তপতী।। তাঁহার নন্দন কুরু বিখ্যাত ভূতলে। কুরুক্ষেত্র নির্ম্মাইল নিজ বাহুবলে।। জন্মেজয় আদি করি পঞ্চপুত্র তাঁর। ধৃতরাষ্ট্র রাজা জন্মেজয়ের কুমার।। প্রতীপ নামেতে ধৃতরাষ্ট্রের নন্দন। তিন পুত্র হইল তাঁর বিখ্যাত ভূবন।। দেবাপি শান্তানু আর তৃতীর বহ্লীক। এই তিন পুত্র জন্মাইল সে প্রতীপ।। জ্যেষ্ঠ পুত্র দেবাপি সন্ন্যাসধর্ম্ম নিল। বালক-কালেতে সেই অরণ্যে পশিল।। শান্তনু দ্বিতীয় পুত্র হৈল নরপতি। গঙ্গাগর্ভে তাঁর পুত্র ভীষ্ম মহামতি।। বিবাহ না কএ ভীষ্ম বংশ না হইল। সত্যবতী কন্যাকে বাপে বিভা দিল।। তাঁর গর্ভে শান্তনুর যুগল কুমার। চিত্রাঙ্গদ বিচিত্রবীর্য্য সর্ব্ব গুণাধার।। গন্ধর্ব্বে মারিল চিত্রাঙ্গদ নরবর। রাজ্যেতে বিচিত্রবীর্য্য হৈল দণ্ডধর।। বংশ না হইতে তাঁর হইল নিধন। পুনঃ বংশ বৃদ্ধি কৈল ব্যাস তপোধন।। ধৃতরাষ্ট্র পাণ্ডু আর বিদুর নন্দন। ধৃতরাষ্ট্র পুত্র হৈল এক শত জন।। ভ্রাতার বিবাদে সব হইল নিধন। বংশরক্ষা হেতু হৈল পাণ্ডুর নন্দন।। যুধিষ্ঠির বীম আর বীর ধনঞ্জয়। নকুল পঞ্চম সহদেব মহাশয়।। অর্জ্জুনের পুত্র হৈল সুভদ্রা উদরে। যৌবনে মরিল সেও ভারত-সমরে।। তাঁর ভার্য্যা উত্তরা আছিল গর্ভবতী। পরীক্ষিত মহারাজ তাহাতে উৎপত্তি। আপনি হইলা তুমি তাঁহার নন্দন। তোমার নন্দন এই দেখ দুইজন।। শতানন্দ আর শঙ্কু দুই সহোদর। মেরুদণ্ড হৈল শতানাকের কুমার।।