পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

՜ Ե-8 o ধৃষ্টবুদ্ধি সেই পত্র করে নিরীক্ষণ । চন্দ্রহংসে বিশ্বাস না জন্মিল এখন ॥ মদনের দোষ নাহি বিচারিলা মনে । চন্দ্রহংসে আনিতে কহিল সেইক্ষণে ॥ চন্দ্রহংসে আনিতে দিলেন পঠাইয়t { ধৃষ্টবুদ্ধি অনুচরে আনিল ডাকিয় ॥ শুন অনুচরগণ আমার ভারতী । চণ্ডিকা অালয়ে তোরা যtহ শীঘ্ৰগতি ৷ নিশীথে দেখিবি যারে চণ্ডিকার ঘরে । যদি মম পুত্র হয় কাটিবে তাহারে ॥ ছাড়িয়া না দিবে তারে কহিলাম আমি । এত বলি অনুচরে দিলেন মেলানি ॥ তীক্ষ্ণ অস্ত্র ল’য়ে তার চলিল সত্বরে । চন্দ্রহংস আসে হেথা মন্ত্রীর গোচরে । বিষয় সহিত চন্দ্রহংস মহামতি । মন্ত্রীর চরণে আসি করিল প্ৰণতি ॥ আশীৰ্ব্বাদ ন করিল মনে দুঃখ পেয়ে ! চন্দ্রহংসে মন্ত্রী কহে অধোমুখ হ’য়ে ॥ যদ্যপি করিলা মম দুহিত। গ্রহণ ; শুনিলাম না পূজিলে কালিকা-চরণ ॥ কুলের দেবতা মম হন ভগবতী । র্তাহাকে পুজিতে তুমি যাহ শীঘ্ৰগতি । নান। উপহার গন্ধ চন্দন লইয়া ! চণ্ডীক পূজিতে যাও একাকী হইয়া ॥ চন্দ্রহংস বলিলেন যথা অভিজ্ঞ হয় ; পূজিব বৈষ্ণব পদ জানিয়া নিশ্চয় ॥ তাহ! শুনি মন্ত্রা দাসীগণে আজ্ঞ দিল । নৈবেদ্য লইয়া চন্দ্রহংসে যোগাইল । চন্দ্রহংস সম্মুখে আনিল দাসীগণ । চণ্ডিক পূজিতে তবে করিল গমন ॥ ভৃঙ্গারে পুরিয়া বারি সব্য করে নিল । স্বর্ণপাত্র বাম হাতে গমন করিল ৷ শুন রাজ জন্মেজয় অপূৰ্ব্ব কথন । চন্দ্রহংসে যেমতে রাখেন নারায়ণ ॥ অপূর্ব কৃষ্ণের লীলা কে পারে বুঝিতে । পথে দেখা হৈল তার মদন সহিতে k [ মহাভারত | মদন বলিল তুমি যাহ কোথাকারে । T চন্দ্রহংস বলে যাব দেবি পূজিবারে ॥ কুলদেবী নাহি পূজি মন্ত্রী দোষ দিল । আয়োজন দিয়া মোরে হেথ পাঠাইল । মদন বলিল তুমি যাহ নিকেতন । আমি গিয়া চণ্ডিকারে করিব পূজন । এত বলি চন্দ্রহংসে পাঠাইল ঘরে । মদন চলিল হেথা দেবী পূজিবারে । দেবী পূজে মদন হুইয়। কুতুহলী । গন্ধ পুষ্প ধূপ দেন হয়ে কৃতাঞ্জলি । শঙ্খ ঘণ্ট মদন বাজায় কুতুহলে। শব্দ পেয়ে রাজদূত আসে হেনকালে । মন্ত্রীর আদেশে তার বিচার না কৈল । তীক্ষ অস্ত্ৰ দিয়া দূত সদনে কাটিল । রাজপুত্ৰ দেখি শেষে মনে পায় ভয় । অকস্মাৎ সেই স্থানে হৈল জয় জয় । চন্দ্রহংসে দেখি মন্ত্রা কোপে জ্বলি বলে । চণ্ডীক পূজিতে তুমি কেন নাহি গেলে । চন্দ্রহংস বলে শুন মোর নিবেদন । আমারে যাইতে তথা না দিল মদন { আপনি গেলেন তথা দেবী পূজিবারে । তাহার বচনে আমি আইলাম পুরে । চন্দ্রহংস মুখে শুনি এতেক ভারতী । হা পুত্র বলিয়। তবে যায় খলমতি ৷ চণ্ডাকা-মণ্ডপে গিয়া চারিদিকে চায় ! কাটাস্কন্ধ মদন ভূতলে পড়ে রয় ॥ t | মুণ্ড হাতে করি মন্ত্রী করয়ে রোদন । আহা মরি কোথা গেল পুত্ররে মদন : এত বলি ধৃষ্টবুদ্ধি আত্মঘাতী হৈল । পুত্ৰশোকে আপনার মস্তক কাটিল । প্রমাদ দেখিয়া তবে অনুচরগণ । চন্দ্রহংসে আসিয়া করিল নিবেদন ॥ মদন সহিত রাজা লোটায় ধরায় । তত্ত্ব নাহি জানি কেব৷ কাটিল দোহায় ; শুনিয়া প্রমাদ কথা দূতের বচনে । চন্দ্রহংস গেল শীঘ্র চণ্ডীকা ভবনে ।