অশ্বমেধপর্ব। ] কন্যাভিঃ সেব্যমানাং প্রতিভয়ভয়দংশূলিনিং ভাবয়মি । b-8Q অগ্নি বিপর্জিয়া ধৌম্য দক্ষিণ চাহিল। রজত কাঞ্চন ধন প্রচুর পাইল ॥ শিথিধ্বজ রাজা তবে নিজ অশ্ব ল’য়ে । যজ্ঞ করিলেন যুধিষ্ঠির আজ্ঞা পেয়ে ॥ দত আয়োজন ধৰ্ম্ম হইতে পাইল । তুষ্ট হৈয়া শিখিধ্বজ যজ্ঞ সমাপিল । ঋষি মুনিগণ সব যজ্ঞ সমাপিয়া । বুধিষ্ঠিরে কহিল মনে প্রীতি পাইয়া ॥ হয়েছে হইবে নাহি সংসার ভিতর । কৃষ্ণদখা হেতু তব মহিমা বিস্তর ॥ যজ্ঞেতে কি কাৰ্য্য তব শুন নৃপবর। শত শত যজ্ঞফল কৃষ্ণের গোচর ॥ নারায়ণ উদ্দেশেতে নানা যজ্ঞ করে । হেন কৃষ্ণ অবিরত তোমার গোচরে ॥ এত বলি মুনিগণ প্রশংসা করিয়া । সবে গেল তপোবনে বিদায় হইয়া ॥ নিজালয়ে নৃপগণ বিদায় হইল । তুরগ বারণ ধন সম্মান পাইল ॥ বিদায় দিলেন যুধিষ্ঠির সবাকারে । বক্রবাহ রাজা তবে গেল মণিপুরে ॥ যুবনাশ্ব নরপতি বিদায় হইয়া । নিজালয়ে গেল যে মনে প্রীতি পাইয়া ॥ নীলধ্বজ নিজ দেশে করিল গমন । চন্দ্রহংস রাজা গেল আপন ভবন ॥ শিখিধ্বজ বীরব্রহ্মা গেল নিজপুরে । মণিভদ্র চলিলেন আপন নগরে ৷ আপনার দেশে সবে করিল প্রয়াণ । সুধিষ্ঠিরে কহিলেন দেব ভগবান ॥ বহুদিন আছি আমি হস্তিনানগরে । অনুমতি দেহ আমি যাই দ্বারাপুরে ॥ যুধিষ্ঠির কন আমি কহিব কেমনে । দ্বারকায় যাহ বাক্য না আসে বদনে । ভীম বলিলেন আজ্ঞা দেহ নরবর। সম্প্রতি যাউক কৃষ্ণ দ্বারকানগর ॥ অনুজ্ঞা দিলেন রাজা ভীমের বচনে । ত্বরান্বিত নারায়ণ দ্বারক গমনে ॥ শ্ৰীকৃষ্ণ বিদায় হন সবাকার স্থানে । প্রণাম করেন কৃষ্ণ কুন্তীর চরণে ॥ যুধিষ্ঠিরে প্রণাম করেন মহামতি । আলিঙ্গন ভীমাৰ্জ্জুন নকুল সংহতি ॥ সহদেবে আলিঙ্গন দিয়া অকপটে । বিদায় হইলা পরে দৌপদী নিকটে ॥ দারুক আনিয়া রথ যোগায় সত্বরে । আরোহণ করিলেন হরি রথোপরে ॥ ভীষ্মক দুহিতা আদি কৃষ্ণের রমণী । দৈবকী প্রভৃতি করি কৃষ্ণের জননী । সারথি সংযুক্ত রথে কৃষ্ণের সহিতে । বিদায় হইয়া গেল সবে দ্বারকাতে ॥ রহিলেন পঞ্চ ভাই হস্তিনীনগর । রাজ্যমুখ ভোগ করি পঞ্চ সহোদর ॥ শুন জন্মেজয় রাজ কহিনু তোমারে । অশ্বমেধ যজ্ঞ সাঙ্গ হৈল এতদূরে ॥ অশ্বমেধ যজ্ঞকথা শুনে যেই জন । তাহারে করেন দয়া দেব নারায়ণ ॥ অচলা কমলা তার থাকয়ে ভবনে । আয়ুৰ্যশ বৃদ্ধি হয় এ কথা শ্রবণে ॥ কিছু যদি বিশ্বাস থাকয়ে নরপতি । অন্তকালে স্বর্গে যায় ব্যাসের ভারতী ॥ বিজয় পাণ্ডব কথা অমৃত লহরী। i | | | কাশীরাম দাস কহে তরি ভববারি ॥ অশ্বমেধপর্বর্ব সমাপ্ত ।
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।