পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্রমিকপৰ্ব্ব । ] আদিত্যমণ্ডলান্তস্থ ব্রহ্মলোক গতাখবা । , করুণানিদান সেই নন্দের কুমার । একমনে ভজিলে সে করয়ে উদ্ধার ॥ সকল ইন্দ্রিয়গণ কর নিবারণ । কায়মনোবাক্যেতে চিন্তিবে নারায়ণ ॥ গৃহাশ্রমে হেন শক্তি নহিবে আমার। লৈ কারণে বনে যেতে করেছি বিচার ॥ বনজন্তুগণ হেতু কহিলে প্রমাণ । আপন অদৃষ্ট ফল না হবে এড়ান ॥ যা থাকে অদৃষ্টে তাহ অবশ্য হইবে। পূর্বাজ্জিত ফল যাহা তাহ কে খণ্ডাবে ॥ অভয় পদারবিন্দ করিয়া ভাবন । সৰ্ব্ব ভয় হইতে হইবে বিমোচন ॥ ইহা ভিন্ন অন্য চিত্তে না লয় আমার । বনবাসে যাইব কহিনু সারোদ্ধার ॥ ধৃতরাষ্ট্র মন বুঝি বিদুর হুমতি । আশ্বাসিয়া বলে পুনঃ শুন নরপতি ॥ তুমি যদি বনবাসে যাইবা নিশ্চয় । আমিও সংহতি তব যাব মহাশয় ॥ আমি তব ভূত্য, তুমি আমার ঈশ্বর। ঈশ্বর বিহনে কিবা করিবে কিঙ্কর ॥ যথায় যাইবা তুমি যাইব সংহতি । তোমার যে গতি রাজা আমার সে গতি ॥ যুধিষ্ঠিরে প্রবোধ করিব বিধিমতে । তার অনুমতি বিনা ন পারি যাইতে ॥ ধৃতরাষ্ট্র বলে তুমি কহ যুধিষ্ঠিরে। সাৰ্বনা পূর্বক কহ বিবিধ প্রকারে ॥ তুমি আমি গান্ধারী সঞ্জয় আদি করি । নানামতে প্রবোধিব ধৰ্ম্ম অধিকারী ॥ এত শুনি বিদুর চলিল ধৰ্ম্ম স্থানে । বসিয়া আছেন ধৰ্ম্ম রত্নসিংহাসনে ॥ পাত্র মিত্র ভ্রাতৃগণ চৌদিকে বেষ্টিত। ব্রাহ্মণমণ্ডলী সঙ্গে ধৌম্য-পুরোহিত ॥ স্বধৰ্ম্মে করেন রাজ্য ধর্মের নন্দন । পুত্রবৎ পালেন যতেক প্রজাগণ ॥ সৰ্ব্বজীবে সমভাব দয়ার ঈশ্বর । ধৰ্ম্ম অবতার ধৰ্ম্মপুত্র যুধিষ্ঠির ॥ ృe =) అb• . Ե-8:Տ যুধিষ্ঠির গুণে বশ হৈল সৰ্ব্বজন । | শোক দুঃখ সকল হইল বিস্মরণ ॥ প্রাতঃকালে উঠি রাজা করি স্নান দান । পাত্র মিত্র ভ্রাতৃগণে করেন সম্মান ॥ তদন্তরে দ্বিজগণে করিয়া সম্মান । বিবিধ রতন দেন নাহি পরিমাণ ॥ অশ্ব বৃষ গাভী বৎস আর নানা ধন । ভূমিদান অন্নদান বিবিধ বসন ॥ হেনমতে দান কৰ্ম্ম করি সমাপন । ধৃতরাষ্ট্র গান্ধারকে করি সম্ভাষণ ॥ সেবায় নিযুক্ত করি ভ্রাতৃ বন্ধুজনে । আজ্ঞা মাগি রাজকাৰ্য্যে যান সেইক্ষণে ॥ সিংহাসনে বসিয়া করেন রাজকাৰ্য্য । পাত্রমিত্র ভ্ৰাতৃ বন্ধু সহিত সাম্রাজ্য ॥ রাজকাৰ্য্য অবসানে আসিয়া মন্দিরে । ব্রাহ্মণে করেন পূজা নানা উপচারে ॥ যাহাতে যাহার প্রীতি ভক্ষ্যদ্রব্য আদি । সবারে করেন দান সহিত দ্রৌপদী ॥ যথোচিত তৃপ্ত করি অন্ধ নরবরে। সেইমত গান্ধারীকে পূজেন সাদরে ॥ র্দোহা অনুমতি ল’য়ে বিদায় হইয়া । ভোজন করেন রাজা বন্ধুগণ লৈয়া ॥ এইমত নিত্যকৰ্ম্ম করি ধৰ্ম্মরায় । সাধু স্বৰ্ব্বগুণান্বিত অপ্রমিত কায় ॥ ভারত আশ্রমপর্ব অপূর্ব আখ্যান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ ধৃতরাষ্ট্রের বনগমনেচ্ছা শুনিয়া যুধিষ্ঠিরের খেদ । জিজ্ঞাসেন জন্মেজয় কহ মুনিবর। কহ শুনি কিবা কৰ্ম্ম হ’ল ভার পর ॥ মুনি বলে শুন কুরুকুল অধিকারী। বিছর আইল যুধিষ্ঠির বরাবরি ॥ রাজার নিকটে বসি বলয়ে-বচন । অবধানে শুন রাজ ধর্মের নন্দন ॥ | পরম ভাজন তুমি সাধু স্থপণ্ডিত । তব গুণে বহুমতী হইল পূর্ণিত ॥