পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সচিত্র সম্পূর্ণ কাশীদাসী মৃ==নপত্ৰ । O○事<ーンO= নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্ । । দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ ॥ যদুবালকদিগের প্রতি ব্ৰহ্মশাপ এবং শাস্বের মুষল প্রসব । জন্মেজয় বলে শুনি কহ তপোধন । কি কি কৰ্ম্ম করিলেন রুক্মিণীরমণ ॥ ভার নিবারণ হেতু হৈয়া অবতার। একে একে নাশিলেন পৃথিবীর ভার । তবে কোন কৰ্ম্ম করিলেন যদুমণি । বিবরিয়া আমাকে কহিবা মহামুনি ॥ ভারত শুনিতে রাজা বড় হৃষ্টমন । পরাগে করয়ে যেন ষটপদ ভ্রমণ ॥ প্রশ্ন করি সর্ব তত্ত্ব লন মুনিস্থানে । সাধু সত্ত্বগুণে রাজা পূর্ণ সৰ্ব্বগুণ ॥ নহিল নহিবে হেন সাধু ক্ষিতিতলে । যার যশ প্রচারিল এ মহীমণ্ডলে এ নৃপতির প্রশ্ন শুনি মুনি মহাশয় । সাধু সাধু বলিয় রাজারে প্রশংসয় ॥ বলেন বৈশম্পায়ন শুন কুরুপতি । দ্বারকায় বিহার করেন লক্ষীপতি ॥ একদিন বেদী পরে বসি নারায়ণ । রুক্মিণী প্রভূতি নারী সেবয়ে চরণ ॥ জাম্ববতী সত্যভামা ভদ্র নয়জিতি । মিত্রবিন্দ মাদ্রী আর কালিন্দী শ্ৰীমতি ॥ এই অষ্ট পাটরাণী শ্ৰীকৃষ্ণমোহিনী । ! ষোড়শ সহস্র আর কৃষ্ণের রমণী ॥ নিজ মনোরথে সবে সেবয়ে শ্রীহরি । চামর ব্যঞ্জন করে নিজ হস্তে করি । তাম্বল যোগায় কেহ মনের হরিষে । রাতুল চরণ কেহ চাপে পরিতোষে ॥ হেনমতে সবে করে প্রভুর সেবন । অনিত্য সুখেতে লিপ্ত কমলারমণ ॥ ব্রহ্মা আদি দেবগণ একত্র হইয়া । একদিন সবে যুক্তি করেন বসিয়া ॥ ত্যজিয়া বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠ বসতি। পৃথিবীতে রহিলেন না করেন স্মৃতি । নরদেহ ধরিয়া নাশিতে ক্ষিতি-ভার । মহা দৈত্যগণেরে করিলেন সংহার ॥ করিলেন বহু কৰ্ম্ম কেলি অনুসারে । যাহা স্মরি পাপীলোক যায় ভবপারে ॥ দিন দিন অবনীতে করেন বিহার । বৈকুণ্ঠে আসিতে এবে হয় স্থবিচার ॥ হেনমতে দেবগণ করে অনুমান । জানিলেন সর্ব অন্তৰ্য্যামী ভগবান ॥ বেদীতে বসিয়া কৃষ্ণ তুলিয়া নয়ন । দ্বারকার বসতি করিলা নিরীক্ষণ ॥