পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুষলপৰ্ব্ব । ] স্থানে স্থানে বসতি লোকেতে পূর্ণ সব । নগর ভিতরে সব লোক কলরব ॥ ঠেলাঠেলি-গতায়াতে পথ নাহি পায় । পথ ঘাট লোকেতে পূর্ণিত সৰ্ব্বথায় ॥ দেখিয়া চিন্তিত হইলেন নারায়ণ । কি উপায় করিবেন ভাবেন তখন ॥ পৃথিবীর ভার আমি করিব সংহার। আম হৈতে হৈল আরো চতুগুণে ভার ॥ করযোড়ে বলে যত কৃষ্ণের নন্দন । হের অবগতি কর যত মুনিগণ ॥ চিরদিন গর্ভবতী এই ত অঙ্গন । না হয় প্রসব বড় পাইছে যন্ত্রণ ॥ কতদিনে প্রসবিবে কি হবে অপত্য । আপনার মহাজ্ঞানী কহিবেন সত্য ॥ এত শুনি মুনিগণ কুমারের বাণী । ধ্যানস্থ হইয়া দেখি কহিল তখনি ॥ জানিলাম শুন ওহে কৃষ্ণের কুমার । লৌহপাত্রে করিয়াছ গর্ভের আকার ॥ অবজ্ঞা জানিয়া ক্ৰোধ হৈল মুনিগণে । ক্রোধমুখে কহিতে লাগিল ততক্ষণে ॥ কৃষ্ণের নন্দন তোরা যদুকুলোদ্ভব । ব্রাহ্মণেরে উপহাস করহ যাদব ॥ যে লৌহপাত্ৰেতে কৈলে গর্ভের আকৃতি । এখনি উত্তম বংশ হুইবে উৎপত্তি ॥ তাহা হৈতে তোমা সবে হবে বড় ভয় । যদুকুল ধ্বংস হবে জানিহ নিশ্চয় ॥ হেনই সময় সেই জাম্ববতী-মৃত । মুসল প্রসব এক কৈল আচম্বিত ॥ চিন্তিত হইল দেখি যতেক কুমার । , কি করিব কি হইবে করেন বিচার ॥ মুষল দেখিয়া অতি বিষাদিত মন । সকল কুমার হৈল মলিন বদন ॥ আপনার দোষে হৈল কুলের নিধন । কুল অন্ত হবে হেন বুঝয়ে কারণ ॥ অজ্ঞান হইয়া কৈকু দ্বিজে উপহাস । মশা নাহি নিশ্চয় হইবে সৰ্ব্বনাশ ॥ শ্ৰীবৃন্দাটব্যভিন্নং ত্ৰিজগদমুপমং শ্রীনবদ্বীপমীড়ে ॥ শুনিয়া কি বলিবেন দেব গদাধর । না জানি কি কহিবেন দেব হলধর ॥ কি হেতু কুবুদ্ধি আজি হৈল মোসবার । কোন মতে হইবে ইহার প্রতিকণর ॥ কোন লাজে লোকে তবে দেখাব বদন । শুনিলে এখনি ক্রুদ্ধ-হবে নারায়ণ ॥ বড় লজ্জা ভয় আজি হ’ল মোসবার । বাহুড়িয়া গৃহে পুনঃ ন যাইব আর ॥ এই অনুতাপ করে যত শিশুগণ । অন্তৰ্য্যামী জানিলেন সব নারায়ণ ॥ পুত্ৰগণ সন্নিকটে আসি গদাধর । কহেন সবার প্রতি মধুর উত্তর ॥ কি কারণে মৌনভাব দেখি পুত্ৰগণ । কোন দুঃখে দুঃখী হৈলে কহত কারণ ॥ . কৃষ্ণের বচনে কহে যতেক কুমার । দৈবেতে কুবুদ্ধি তাত হৈল মোসবার ॥ কুকৰ্ম্ম হইল আজি, বুদ্ধি হৈল হ্ৰাস । মুনিগণে দেখি করিলাম উপহাস ॥ তার প্রতিফল এই হইল মুষল । কোপে শাপ দিয়া গেল ব্রাহ্মণ সকল ॥ ইহা হতে হইবেক যদুবংশ ক্ষয় । এই হেতু আমাদের হইয়াছে ভয় । লজ্জা ভয়ে হইয়াছে আকুল পরাণ । বুঝিয়া য। হয় দেব করহ বিধান ॥ কুমারগণের কথা শুনিয়া শিহরি। শিশুগণে আশ্বাসিয়া কহেন শ্রীহরি ॥ এই হেতু চিন্তা কেন কর সর্বজন । যাহা কহি তাহ শুন যদি লয় মন ॥ মুষল লইয়া যাহ প্রভাসের তীরে । ঘষিয়া করহ ক্ষয় পাষাণ উপরে ॥ ঘর্ষণে করিলে ক্ষয় ভয় কিবা আর । সত্বর গমনে বহি যতেক কুমার ॥ আসিয়া প্রভাস-ভীরে করি স্নানদান । পাষাণে ঘর্ষয়ে সবে আনন্দ বিধান ! ঘর্ষণে করয়ে ক্ষয় কুমার সকল । ঘষিতে ঘষিতে ক্ষয় হইল মুষল ॥