পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

TষলপববTJ_বরাহীর ধ্যান=বরাহুরূপিনী ছুগাত্ৰচন্তামুন্তদায়িক্ষা }নি আশ্বাসেন তবে ধৰ্ম্মের নন্দন । Fপদনন্দিনী হৈল হরষিত মনে ॥ নি। রত্ন সবারে বিলান অপ্রমিত । খুরানগরে দূত পাঠান ত্বরিত ॥ ম৷ অনিরুদ্ধমৃত বজ্রনাম ধরে । দুবংশ শেষ মাত্র তিনি একেশ্বরে ॥ ধিষ্ঠির আশয় বুঝিয়া বজ্রবীর । ত্বরে আইল যথা রাজা যুধিষ্ঠির ॥ জুবীরে পেয়ে পঞ্চ পাণ্ডুর কুমার । লিঙ্গন করি হৈল আনন্দ অপার ॥ ন্দ্রপ্রস্থপাটে তারে অভিষেক করি। ত্ৰদণ্ড অপিলেন ধৰ্ম্ম অধিকারী ॥ হারে কহেন তবে ধৰ্ম্ম নৃপবর । ষ্ণের প্রপৌত্ৰ তুমি বৃষ্ণিবংশধর ॥ এই ইন্দ্রপ্রস্থ তুমি কর অধিকার । স্তিনীতে পরীক্ষিত পাবে রাজ্যভার ॥ তোমার প্রপিতামহ শ্ৰীমধুসূদন । করিলেন বন্ধুরূপে আমারে পালন ॥ এত কহি যুধিষ্ঠির সত্বর হইয়া । বজ্রহস্তে ইন্দ্রপ্রস্থে দেন সমপিয়া ॥ তবে যুধিষ্ঠির রাজা হস্তিন ভুবনে । পরীক্ষিতে বসায়েন রাজ-সিংহানে ॥ পঞ্চতীর্থ জল আনি করি অভিষেক । সমপিয়া পান্তু মিত্র অমাত্য যতেক ॥ চতুর্দিকে ঘন হয় হরি হরি ধ্বনি । হস্তিনায় পরীক্ষিত হৈল নৃপমণি ॥ শুভক্ষণ করিয়৷ পাণ্ডব পঞ্চবীর । পাঞ্চল নন্দিনী সঙ্গে হইল বাহির । শ্ৰীহরি শ্ৰীহরি বলি ডাকি উচ্চৈঃস্বরে । বিদায় দিলেন যত বন্ধু বান্ধবেরে ॥ কৃপাচার্য্য গুরূপদে প্রণাম করিয়া । ধৌম্য পুরোহিত স্থানে বিদায় হইয়া ॥ চলিল পাণ্ডব সহ দ্রুপদনন্দিনী । ইদয়ে ভাবিয়া সেই দেব চক্রপাণি ॥ মুষলপর্ব Ե-Ե-> প্রজালোকের প্রতি যুধিষ্ঠিরের প্রবোধ বাক্য । ধৰ্ম্ম বলিলেন শুন আমার বচন । শোক না করহ সবে যাহ নিকেতন ॥ এই পরীক্ষিত হ’ল রাজ্যেতে রাজন । আমি সম তোমা সবে করিবে পালন ॥ ংসার অসার সার নন্দের নন্দন । মনেতে চিন্তহ সেই কৃষ্ণের চরণ ॥ কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ কর সার । ভেবে দেখ কৃষ্ণ বিন গতি নাহি আর ॥ এইরূপে প্রবোধ করিয়া বহুতর । কৃষ্ণ বলি চলিলেন পঞ্চ সহোদর ॥ হেনমতে পঞ্চ ভাই যান পূৰ্ব্বমুখে । হনকালে বৈশ্বানর দেখেন সম্মুখে ॥ অৰ্জ্জুনে চাহিয়া চলিছেন বৈশ্বানর। আমার বচন শুন পার্থ ধনুৰ্দ্ধর ॥ আমি হুতাশন, শুন ইন্দ্রের নন্দন । মম হেতু করিয়াছ খাণ্ডবদাহন ॥ তোম পঞ্চ সহোদর দেব অবতীর । বিষ্ণু সহ পৃথিবীতে করিলে বিহার ॥ করিলে অনেক কৰ্ম্ম বিনাশিলে ভার । পরম সন্তোষ হৈল পৃথিবী অপার । অতঃপর কিছু আর নাহি প্রয়োজন । স্বগবাসে চলিলে তোমরা পঞ্চজন ॥ অক্ষয় যুগল তুণ গাণ্ডীব ধনুক । দেহত আমায় তবে এ নহে কৌতুক । এত শুনি পঞ্চভাই পাঞ্চালী সহিত । প্ৰণিপাত করিলেন হয়ে হরষিত ॥ গাণ্ডীব ধনুক আর তুণপূর্ণ শর। অগ্নি বিদ্যমানে দেন পার্থ ধনুৰ্দ্ধর ॥ ধনুক লইয়। অগ্নি হৈল অন্তৰ্দ্ধান । করপুটে পঞ্চজন করেন প্রণাম ॥ তবে পূৰ্ব্বমুখ হয়ে যান ছয় জন । বনে বনে চলিলেন ভাই পঞ্চজন ॥ সমাপ্ত । ১১১—১১২