BBB S BBBB BBBBBB BBBB BBBBB BBBBDDDBBBB সোমেশ্বর বন্দি রাজা চলেন উত্তর । মহাহিম ভেদিল ভীমের কলেবর ॥ সোমেশ্নর পার হৈতে নারে প্রাণপণে । ভেদিল শরীর বীর পড়িল অজ্ঞানে ॥ পৰ্ব্বত পড়িল যেন পৰ্ব্বত উপর। ভীমসেন পতনে কম্পিত ধরাধর ॥ ,সমুদ্রে সুমেরু গিরি যেন নিল ঝম্প । কূৰ্ম্মপৃষ্ঠে থাকিয়া বাহকী হৈল কম্প । পড়িলেক বৃকোদর পর্বত বিশালে । চলাচল কম্পমান সাগর উথলে ॥ বাস্থক এড়িল বিষ যোদ্ধা এড়ে বাণ । চমকিত পশু পক্ষী ছাড়িল যে প্রাণ ॥ স্বৰ্গ মর্ত্য পাতালে হুইল চমৎকার । চারিদিকে সাট লাগে লঙ্কার দুয়ার ॥ ইন্দ্র শঙ্কা পান স্বগে বিষম আস্ফালে । ভূমিকম্প উল্কাপাত গগনমণ্ডলে । প্রচণ্ড পবন বহে নিৰ্ঘাত দুৰ্ব্বার। শব্দে সেতুবন্ধে হৈল তরঙ্গ গঙ্গার । ঋষি মুনি তপস্বীর ভাঙ্গিল যে ধ্যান । বন এড়ি পশু ধায় লইয়া পরাণ ॥ স্বৰ্গ মর্ত্য পাতালে লাগিল চমৎকার । বৃকোদর পড়ে খণ্ডাইয়া ক্ষিতিভার । যুধিষ্ঠির দেখেন পড়িল ভীম ভাই । মুচিছত হইয়া শোকে পড়েন তথাই ॥ কতক্ষণে চেতন পাইয়া নৃপবর। হাহাকার করিয়া ডাকেন বৃকোদর ॥ মরিবারে কৈলা ভাই স্বৰ্গ আরোহণ। প্রাণের অধিক ভাই অতুল বিক্রম ॥ ংসার হইল শূন্য তোমার বিহনে । শুনিয়া পাইল ভয় গিরিবাসীগণে ॥ যার পরাক্রমে তিন লক্ষ হাতী মরে । ” হেন ভাই পড়ে মম পৰ্ব্বত উপরে ॥ কারে’ল’য়ে যাৰ স্বর্গে দেখিতে মুরারী । কেবা জিজ্ঞাসিবে পথে বচন চাতুরী ॥ কে আর তারিবে বনে দুষ্ট দৈত্য হাতে। কে আর করিবে গৰ্ব্ব কৌরব মারিতে ॥ _32లి=338 কিব ল’য়ে যাব স্বগে দেখিবারে হরি । ভাই সব মরে মম বৃথা প্রাণ ধরি ॥ যবে জতুগৃহ কৈল দুষ্ট দুৰ্য্যোধন । পাপ পুরোচন পুরী করিল দাহন ॥ চলিতে না পারি স্থড়ঙ্গের পথ ঘোঁর । পঞ্চজনে ল’য়ে ভাই গেলে একেশ্বর ॥ হিড়িম্বেরে মারিয়া হিড়িম্বা কৈলে বিভা ৷ কত দৈত্য পলাইল দেখি তব প্রভা ৷ ব্রাহ্মণেরে রক্ষা কৈলে বিনাশিয়া বকে । লক্ষ রাজা জিনিয়া লভিলে দ্ৰৌপদীকে ॥ ইন্দ্রপ্রস্থে রাজা হুৈমু তোমার প্রতাপে । মরিল কীচক বীর তব বীর দাপে ॥ বিরাটেরে মুক্ত কৈলা স্থশৰ্ম্মার ঠাই । মম বাক্য বিনা কিছু না জানিতে ভাই ॥ জরাসন্ধ বধ কৈলা মগধপ্রধান । জটাস্কর মারি বলে কৈলে পরিত্রাণ ॥ নিঃক্ষত্রা করিলে ক্ষিতি ভারত সমরে । মম সঙ্গে আইলে যাইতে স্বরপুরে। . তবে কেন এড়ি মোরে পড়িলে পৰ্ব্বতে । উত্তর না দেহ কেন ডাকি স্নেহমতে ॥ পৰ্ব্বতে পড়িলে ভাই ছাড়িয়া আমারে । কে পথ বৃত্তান্ত জিজ্ঞাসিবে বারে বারে ॥ বনবাসে বঞ্চিলাম তোমার সাহসে । অষ্টাশী সহস্ৰ দ্বিজ ভুঞ্জে মৃগমাংসে ॥ আমরা নিদ্ৰিত হৈলে থাকিতে জাগিয়া । আমারে ত্যজিয়া কেন রছিলে শুইয়া ॥ বড় দুঃখ দিয়া গেলে আমার অন্তরে । উঠহ-প্রাণের ভাই উঠ ধরি করে ॥ মম বাক্যবশ ভাই মম বাক্যে স্থিত । তোমা সব বিনা ভাই জীতে মৃত্যুবৎ ॥ যে কালে আইমু ধৃতরাষ্ট্র ভেটিকারে । অন্ধের আছিল ক্রোধ তোমা মারিবারে । গোবিন্দ রাখেন তোমা লোহভীম দিয়া । হেন ভাই নিদ্রা যায় পৰ্ব্বতে পড়িয়া । এত বলি ভুপতি কান্দেন উচ্চৈঃস্বরে। চারি ভাই ভাৰ্য্যা ভাবি আকুল জস্তরে ।
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৯১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।