_স্বৰ্গারোহণ পৰ্ব্ব । ] সৰ্ব্বদাপি রাসমঞ্জরীং ভজে ॥ Sevుల সমাদর করি ব্রহ্মা করি আলিঙ্গন । চারি মুখে প্রশংসেন ধর্মের নন্দন ॥ তথা হৈতে নরপতি নানা স্বর্গ দেখি । অপূৰ্ব্ব কৈলাসপুরী দেখিয়া কৌতুকী ॥ চন্দ্রখণ্ড জিনি পুরী পরম উজ্জ্বল । দিব। রাত্র সমজ্ঞান সদা ঝলমল ॥ গণেশ কাৰ্ত্তিক নন্দী ভৃঙ্গী মহাকাল । সব দেখি আনন্দিত ধৰ্ম্ম মহাপাল ॥ হরগৌরী দোহে দেখি অজিন আসনে । ভক্তিভাবে দণ্ডবৎ করেন চরণে ॥ আইসহ নরপতি বলে শূলপাণি । ভাল হৈল এলে স্বগে ত্যজিয়া অবনী ॥ তোম হেন পুণ্যবান নাহি ত্রিভুবনে । স্বকায় চলিয়া এলে অমর ভুবনে ॥ এত বলি করিলেন প্রেম আলিঙ্গন । প্রণাম করিয়া যান পাণ্ডুর নন্দন ॥ কতক্ষণে বৈকুণ্ঠে হইয়া উপনীত । পুরী দেখি নরপতি হৈলেন চিন্তিত ॥ কিরূপে নিৰ্ম্মাণ করিলেন নারায়ণ । ত্রিভুবনে পুরী নাহি ইহার তুলন ॥ প্রবেশ করেন পুরী জয় জয় দিয়া । রত্নাসনে নারায়ণ দেখিলেন গিয় ॥ রথ হৈতে নামি পুরে যান পদব্রজে । প্রণাম করেন গিয়া বিষ্ণু চতুভুজে ॥ বিদ্যমানে নারায়ণ দেখিয়া নৃপতি । চমৎকার মানিলেন অঙ্গেয় বিভূতি ॥ হস্ত পদ সুশোভিত কর্ণে শতদল ৷ মকর কুণ্ডল কর্ণে করে ঝলমল ॥ শু্যাম অঙ্গে পীতাম্বর হাটক নিছনি । নব জল মাঝে যেন হয় সৌদামিনী ॥ শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চারি হাতে । শ্ৰীবৎস কৌস্তুভমণি শোভে মরকতে ॥ বাম দিকে কমল৷ দক্ষিণে সরস্বতী । এই বেশে হৃষীকেশে দেখেন ভূপতি ॥ অষ্টাঙ্গে প্রণাম করি পড়েন চরণে । বলিছেন নারায়ণ আনন্দিত মনে । আইসহ নরপতি ধৰ্ম্মপুত্র ধৰ্ম্ম । চিরকাল না দেখিয়া পাই ব্যথা মৰ্ম্ম ॥ আগুসরি উঠিয়া করেন আলিঙ্গন । বসিবারে দেন দিব্য কনক আসন ॥ পদ পাখালিতে বারি যোগায় দেবতা । চামর বাতাস করে ইন্দ্র চন্দ্র ধতি ॥ স্থখাসনে দুইজনে বসিয়া কৌতুকে । গোবিন্দ বৃত্তান্ত জিজ্ঞাসেন হাসিমুখে ॥ যুধিষ্ঠির কহিলেন ধীরে পর পর । পরীক্ষিতে করিলাম রাজ্য দণ্ডধর ॥ দ্ৰৌপদী সহিত পঞ্চ আসি স্বর্গপথে । মহাহিমে পাঁচ জনে পড়িল পৰ্ব্বতে । শোকে দুঃখে একাকী আইনু স্বগলোকে । শরীর সার্থক হৈল দেখিয়া তোমাকে ॥ শুনিয়া কহেন সমাদরে নারায়ণ । অগ্ৰে আসিয়াছে তারা আমার সদন ॥ করমোড়ে কহিলেন ধৰ্ম্মের তনয় । নয়নে দেখিলে তবে হয়ত প্রত্যয় ॥ শুনি নারায়ণ তবে সঙ্গেতে লইয়া । চলেন উত্তরমুখে দ্বার খসাইয়া ॥ দক্ষিণেতে হয় শমনের অধিকার । চৰ্ম্মচক্ষে দেখে তথ। সব অন্ধকার ॥ প্রবেশ করেন সেই পুরে নরপতি । দেখিতে না পান রাজা কেবা আছে কতি ॥ যুধিষ্ঠিরে সবে পেয়ে জ্ঞাতি গোত্ৰগণে । চতুর্দিকে ডাকে সবে হরষিত মনে ॥ দ্ৰোণ কণ ভীষ্ম শত ভাই দুর্য্যোধন । ধৃতরাষ্ট্র বিদুর শকুনি দুঃশাসন ॥ ভীমাৰ্জ্জুন সহদেব নকুল মৃন্দর । ঘটোৎকচ জয়দ্ৰথ বিরাট উত্তর ॥ অভিমনু্য বিকর্ণ পাঞ্চালী পুত্ৰগণে । কুন্তা মাদ্রী দুই দেখি পাণ্ডুরাজ সনে ॥ দ্রৌপদী গান্ধারী আদি যত কুরুনারা । অষ্টাদশ অক্ষৌহিণী আছে সেই পুরা ॥ সবে বলিলেন ধৰ্ম্ম তুমি পুণ্যবান । স্বকায়ে দেখিলে স্বর্গে দেব ভগবান ॥
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৯২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।