এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৯৮
কাহিনী
কম পড়েছিল চন্দ্রপুলি-
কেন বা ছিল না রস্করা।
ক্ষীরো
কেন করো মিছে মস্করা
দিদিঠাক্রুন! আপন হাতে
গুনে দিয়েছিনু সবার পাতে
দুটো দুটো ক’রে।
কল্যাণী
আপন চোখে
দেখেছি পায় নি সকল লোকে,
খালি পাত-
ক্ষীরো
ওমা! তাই তো বলি-
কোথায় তলিয়ে যায় যে চলি
যত সামিগ্রি দিই আনিয়ে।
ভোলা ময়রার শয়তানি এ।
কল্যাণী
এক বাটি করে দুধ বরাদ্দ,
আধ বাটি তাও পাওয়া অসাধ্য?
ক্ষীরো
গয়লা তো নন যুধিষ্ঠির।
যত বিষ তব কুদৃষ্টির