পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০০
কাহিনী

কল্যাণী


আজ তো খাবার হয় নি কষ্ট?

প্রথমা


কত পাতে পড়ে হয়েছে নষ্ট-
লক্ষ্মীর ঘরে খাবার ত্রুটি!

কল্যাণী


হ্যাঁ গো, কে তোমার সঙ্গে উটি?
আগে তো দেখি নি।

দ্বিতীয়া


আমার মধু,
তারি উটি হয় নতুন বধূ-
এনেছি দেখাতে তোমার চরণে
মা জননী!

ক্ষীরো


সেটা বুঝিছি ধরণে।

দ্বিতীয়া


বধূর প্রতি


প্রণাম করিবে, এসো ইদিকে,
এই-যে তোমার রানীদিদিকে।

কল্যাণী


এসো কাছে এসো, লজ্জা কাদের?