পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
লক্ষ্ণীর পরীক্ষা
১০১

আংটি পরাইয়া


আহা, মুখখানি দিব্যি ছাঁদের,
চেয়ে দেখ্‌, ক্ষীরি!

ক্ষীরো


মুখটি তো বেশ,
তা চেয়ে তোমার আংটি সরেশ।

দ্বিতীয়া


শুধু রূপ নিয়ে কী হবে অঙ্গে!
সোনা দানা কিছু আনে নি সঙ্গে।

ক্ষীরো


যাহা এনেছিল সবি সিন্দুকে
রেখেই যতনে, বলে নিন্দুকে।,

কল্যাণী


এসো ঘরে এসো।

ক্ষীরো


যাও গো ঘরে
সোনা পাবে শুধু বানির দরে।
[ কল্যাণী ও বধূ-সহ দ্বিতীয়ার প্রস্থা্ন

প্রথমা


দেখলি মাগির কাণ্ড একি।

ক্ষীরো


কারে বাদ দিয়ে কারে বা দেখি।

তৃতীয়া


তা বলে এতটা সহ্য হয় না।