পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০৮
কাহিনী

প্রথমা


ওলো, থাম্ তোরা, রাখ্‌ বকুনি-
রানীর পায়ের শব্দ শুনি।

চতুর্থী


উচ্চৈঃস্বরে


আহা, জননীর অসীম দয়া,
ভগবতী যেন কমলালয়া।

দ্বিতীয়া


হেন নারী আর হয় নি সৃষ্টি,
সবা-’পরে তাঁর সমান দৃষ্টি।

তৃতীয়া


আহা মরি, তাঁরি হস্তে আসি।
সার্থক হল অর্থরাশি।

কল্যাণীর প্রবেশ


কল্যাণী


রাত হল, তবু কিসের কমিটি?

ক্ষীরো


সবাই তোমার যশের জমিটি
নিড়োতেছিলেন চষতেছিলেন,
মই দিয়ে ক’ষে ঘষতেছিলেন-
আমি মাঝে মাঝে বীজ ছিটিয়ে
বুনেছি ফসল আশ মিটিয়ে।