পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১২৪

দ্বিতীয় দৃশ্য

রানীবেশে ক্ষীরাে ও তাহার

পারিষদবর্গ

ক্ষীরো


বিনি!

বিনি


কেন মাসি?

ক্ষীরো


মাসি কী রে মেয়ে!
দেখি নি তো আমি বোকা তোর চেয়ে।
কাঙাল ভিখিরি কলু মালী চাষী
তারাই মাসিরে বলে শুধু ‘মাসি’।
রানীর বোনঝি হয়েছ ভাগ্যে,
জান না আদব? মালতী!

মালতী


আজ্ঞে!

ক্ষীরো


রানীর বোনঝি রাণীরে কী ডাকে
শিখিয়ে দে ওই বোকা মেয়েটাকে।

মালতী


ছি ছি, শুধু মাসি বলে কি রানীকে।
রানীমাসি বলে রেখে দিয়ো শিখে।