পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১২৮
কাহিনী

মালতী


দস্তুর তাই।

ক্ষীরো


হাতকড়ি দিয়ে বেঁধে আনা চাই।

তারিণী


ও পাড়ার মতি রানীমাতাজির
চরণ দেখতে হয়েছে হাজির।

ক্ষীরো


মালতী!

মালতী


আজ্ঞে!



ক্ষীরো


নবাবের ঘরে
কোন্‌ কায়দায় লোকে দেখা করে?

মালতী


কুর্নিশ করে ঢোকে মাথা নুয়ে,
পিছু হটে যায় মাটি ছুঁয়ে ছুঁয়ে।

ক্ষীরো


নিয়ে এলো সাথে, যাও তো মালতী,
কুর্নিশ করে আসে যেন মতি।