পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
লক্ষ্ণীর পরীক্ষা
১২৯

মতিকে লইয়া মালতীর পুনঃপ্রবেশ


মালতী


মাথা নিচু করে। মাটি ছোঁও হাতে,
লাগাও হাতটা নাকের ডগাতে।
তিন পা এগোও, নিচু করো মাথা।

মতি


আর তো পারি নে, ঘাড়ে হল ব্যথা।

মালতী


তিনবার নাকে লাগাও হাতটা।

মতি


টন্‌ টন্‌ করে পিঠের বাতটা।

মালতী


তিন পা এগোও, তিনবার ফের
ধুলো তুলে নেও ডগায় নাকের।

মতি


ঘাট হয়েছিল এসেছি এ পথ,
এর চেয়ে সিধে নাকে দেওয়া খত।
জয় রানীমার। একাদশী আজি—

ক্ষীরো


রানীর জ্যোতিষী শুনিয়েছে পাঁজি।
কবে একাদশী, কবে কোন্‌ বার
লোক আছে মোর তিথি গোনবার।