এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
লক্ষ্ণীর পরীক্ষা
১৩৫
মালতী
তাড়াব তাহারে।
ছেলেমেয়েদের দয়ার চর্চা।
বেড়ে গেলে, সাথে বাড়বে খরচা।
ক্ষীরো
তাড়াবার বেলা হয়ে আন্মনা
বালাটা-সুদ্ধ যেন তাড়িয়ো না—
বাহিরের পথে কে বাজায় বাঁশি,
দেখে আয় মোর ছয়-ছয় দাসী
তারিণীর প্রস্থান ও
পুনঃপ্রবেশ
তারিণী
মধুদত্তর পৌত্রের বিয়ে,
ধুম করে তাই চলে পথ দিয়ে।
ক্ষীরো
রানীর বাড়ির সামনের পথে
বাজিয়ে যাচ্ছে কী নিয়ম-মতে।
বাঁশির বাজনা রানী কি সইবে!
মাথা ধরে যদি থাকত দৈবে!
যদি ঘুমোতেন, কাঁচা ঘুমে জেগে
অসুখ করত যদি রেগেমেগে।
মালতী!