পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৩৬
কাহিনী

মালতী


আজ্ঞে!

ক্ষীরো


নবাবের ঘরে
এমন কাণ্ড ঘটলে কী করে?

মালতী


যার বিয়ে যায় তারে ধরে আনে—
দুই বাঁশিওয়ালা তার দুই কানে
কেবলই বাজায় দুটো-দুটো বাঁশি,
তিন দিন পরে দেয় তারে ফাঁসি।

ক্ষীরো


ডেকে দাও কোথা আছে সর্দার
নিয়ে যাক দশ জুতোবৰ্দার—
ফি লোকের পিঠে দশ ঘা চাবুক
সপাসপ বেগে সজোরে নাবুক।

মালতী


তবু যদি কারো চেতনা না হয়,
বন্দুক দিলে হবে নিশ্চয়।

প্রথমা


ফাঁসি হল মাফ, বড়ো গেল বেঁচে
‘জয় জয়’ বলে বাড়ি যাবে নেচে।