পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
লক্ষ্ণীর পরীক্ষা
১৪১

জরিমানা দিক যত অসভ্য
এক-শো এক-শো!

ক্ষীরো


গরিব ওরা যে,
তাই একেবারে এক-শো’র মাঝে
নব্বই টাকা করে দিনু মাপ।

প্রথমা


আহা, গরিবের তুমিই মা-বাপ।


দ্বিতীয়া


কার মুখ দেখে উঠেছিল প্রাতে,
নব্বই টাকা পেল হাতে হাতে।

তৃতীয়া


নব্বই কেন, যদি ভেবে দেখে
আরো ঢের টাকা নিয়ে গেল ট্যাঁকে।
হাজার টাকার নশো-নব্বই
চোখের পলকে পেল সর্বই।

চতুর্থী


এক দমে ভাই, এত দিয়ে ফেলা
অন্য কে পারে— এ তো নয় খেলা।