এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬
গান্ধারীর আবেদন
দুর্বোধন
প্রণমি চরণে তাত!
ধৃতরাষ্ট্র
ওরে দুরাশয়,
অভীষ্ট হয়েছে সিদ্ধ?
দুর্বোধন
লভিয়াছি জয়।
ধৃতরাষ্ট্র
এখন হয়েছ সুখী।
দুর্বোধন
হয়েছি বিজয়ী।
ধৃতরাষ্ট্র
অখশুরাজত্ব জিনি সুখ তোর কই,
রে দুর্মতি!
দুর্বোধন
সুখ চাহি নাই মহারাজ!
জয়! জয় চেনেছিনু, জয়ী আমি আজ।
ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা
কুরুপত-দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা
জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,
সদ্য করিয়াছি পান; সুখীনহি, ভাত,
অদ্য আমি জয়ী। পিতঃ, সুখে ছিনু, যবে