পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬৪
কাহিনী

রমাবাই


জ্বালো চিতা,
সৈন্যগণ। ঘেরো আসি বন্দিনীরে।

অমাবাই


পিতা!

বিনায়ক রাও


ভয় নাই, ভয় নাই। হায় বৎসে, হায়,
মাতৃহস্ত হতে আজি রক্ষিতে তোমায়
পিতারে ডাকিতে হল! যেই হস্তে তোরে
বক্ষে বেঁধে রেখেছিনু, কে জানিত ওরে,
ধর্মেরে করিতে রক্ষা, দোষীরে দণ্ডিতে
সেই হস্তে একদিন হইবে খণ্ডিতে
তোমারি সৌভাগ্যসূত্র হে বৎসে আমার।

অমাবাই


পিতা!

বিনায়ক রাও


আয় বৎসে! বৃথা আচার বিচার।
পুত্রে লয়ে মোর সাথে আয় মোর মেয়ে
আমার আপন ধন। সমাজের চেয়ে
হৃদয়ের নিত্যধর্ম সত্য চিরদিন।
পিতৃস্নেহ নির্বিচার বিকারবিহীন