পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সতী
৬৫

দেবতার বৃষ্টি-সম, আমার কন্যারে
সেই শুভ স্নেহ হতে কে বঞ্চিতে পারে-
কোন্ শাস্ত্র, কোন্ লোক, কোন্ সমাজের
মিথ্যা বিধি, তুচ্ছ ভয়!

রমাবাই


কোথা যাস? ফের্।
রে পাপিষ্ঠে, ঐ দেখ্, তোর লাগি প্রাণ
যে দিয়েছে রণভূমে তার প্রাণদান
নিষ্ফল হবে না- তোরে লইবে সে সাথে
বরবেশে, ধরি তোর মৃত্যুপূত হাতে
শূরস্বর্গ-মাঝে।—

শুন, যত আছ বীর
তোমরা সকলে ভক্ত ভৃত্য জীবাজির-
এই তাঁর বাক্‌দত্তা বধূ, চিতানলে
মিলন ঘটায়ে দাও মিলিয়া সকলে,
প্রভুকৃত্য শেষ করো।

সৈন্যগণ


ধন্য পুণ্যবতী!

অমাবাই


পিতা!

বিনায়ক রাও


ছাড়্ তোরা।

সৈন্যগণ


যিনি এ নারীর পতি