পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬৬
কাহিনী

তাঁর অভিলাষ মোরা করিব পূরণ।

বিধায়ক রাও


পতি এঁর স্বধর্মী যবন।

সেনাপতি


সৈন্যগণ,
বাঁধো বৃদ্ধ বিনায়কে।

অমাবাই


মাতঃ! পাপীয়সী
পিশাচিনী!

রমাবাই


মূঢ়, তোরা কী করিস বসি?
বাজা বাদ্য, কর্‌ জয়ধ্বনি!

সৈন্যগণ


জয় জয়!

অমাবাই


নারকিনী!

সৈন্যগণ


জয় জয়!

রমাবাই


রটা বিশ্বময়
সতী অমা।