এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সতী
৬৭
অমাবাই
জাগো জাগো, জাগো ধর্মরাজ!
শ্মশানের অধীশ্বর, আগো তুমি আজ।
হেরে তব মহারাজ্যে করিছে উৎপাত
ক্ষুদ্র শত্রু-জাগো, তারে করো বজ্রাঘাত
দেবদেব। তব নিত্যধর্মে করো জয়ী
ক্ষুদ্র ধর্ম হতে।
রমাবাই
বল্, জয় পুণ্যমঅয়ী!
বল্, জয় সতী।
সৈন্যগণ
জয় জয় পুণ্যবতী!
অমাবাই
পিতা! পিতা! পিতা মোর!
সৈন্যগণ
ধন্য ধন্য সতী!
২০ কার্তিক ১৩০৪