পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬৮

নরকবাস

নেপথ্যে


কোথা যাও মহারাজ?

সােমক


কে ডাকে আমারে
দেবদূত? মেঘলোকে ঘন অন্ধকারে
দেখিতে না পাই কিছু, হেথা ক্ষণকাল
রাখো তব স্বর্গরথ।

নেপথ্যে


ওগো নরপাল,
নেমে এসো। নেমে এসো হে স্বর্গপথিক!

সােমক


কে তুমি, কোথায় আছ?

নেপথ্যে


আমি সে ঋত্বিক,
মর্তে তব ছিনু পুরোহিত।

সােমক


ভগবন্‌,
নিখিলের অশ্রু যেন করেছে সৃজন
বাষ্প হয়ে এই মহা-অন্ধকারলোক-
সূর্যচন্দ্রতারাহীন ঘনীভুত শোক
নিঃশব্দে রয়েছে চাপি দুঃস্বপ্ন-মতন
নভস্তল- হেথা কেন তব আগমন!