এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কর্ণকুন্তীসংবাদ
৯১
নামহীন, গৃহহীন-আজিও তেমনি
আমারে নির্মমচিত্তে তেয়াগো, জননী,
দীপ্তিহীন কীর্তিহীন পরাভব-’পরে।
শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে—
জয়লোভে যশোলোভে রাজ্যলোভে, অয়ি,
বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই।
১৫ ফাল্গুন ১৩০৬
কবিতাটির শেষ স্তবকে (পৃ.৯০) একটি ছত্র ‘চরম-বিশ্বাস-ক্ষীণ
ব্যর্থতায় লীন' প্রথমে ছিল না। পরে সঞ্চয়িতার প্রথম সম্পাদনা-
কালে অস্ত্যানুপ্রাসের অনুরোধে কবি নূতন যোগ করিয়া দেন।
অগ্রহায়ণ ১৩৮৪ মুদ্রণে এ ছত্রটি সংযোজিত হইয়াছে।