পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

লক্ষ্মীর পরীক্ষা


প্রথম দৃশ্য

ক্ষীরো


ধনী সুখে করে ধর্মকর্ম,
গরিবের পড়ে মাথার ঘর্ম।
তুমি রানী, কাছে টাকা শত শত,
খেলাছলে করো দান ধ্যান ব্রত;
তোমার তো শুধু হুকুম মাত্র,
খাটুনি আমারি দিবসরাত্র।
তবুও তোমারি সুযশ পুণ্য,
আমার কপালে সকলই শূন্য।

নেপথ্যে


ক্ষীরি, ক্ষীরি, ক্ষীরো!

ক্ষীরো


কেন ডাকাডাকি,
নাওয়া খাওয়া সব ছেড়ে দেব নাকি?

রানী কল্যাণীর প্রবেশ


কল্যাণী


হল কী! তুই যে আছিস রেগেই।

ক্ষীরো


কাজ যে পিছনে রয়েছে লেগেই।
কতই বা সয় রক্তমাংসে

৯৩