পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৯৬
কাহিনী

তার পরে বেশি রহিলে বাকি
চাকর-বাকর আনিয়ো ডাকি।

কল্যাণী


একা বটে তুমি! তোমার সাথি
ভাইপো ভাইঝি নাতনি নাতি-
হাট সে গেছে সোনার চাঁদের,
দুটো করে হাত নেই কি তাঁদের।
তোর কথা শুনে কথা না সরে,
হাসি পায় ফের রাগও ধরে।

ক্ষীরো


বেশি রেগে যদি কম হাসি পেত
স্বভাব আমার শুধরিয়ে যেত।

কল্যাণী


ম’লেও যাবে না স্বভাবখানি,
নিশ্চয় জেনো।

ক্ষীরো


সে কথা মানি।
তাই তো ভরসা মরণ মোরে
নেবে না সহসা সাহস ক’রে।
ওই-যে তোমার দরজা জুড়ে
বসে গেছে যত দেশের কুঁড়ে-
কারো বা স্বামীয় জোটে না খাদ্য
কারো বা বেটার মামীর শ্রাদ্ধ।
মিছে কথা ঝুড়ি ভরিয়া আনে,