এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
२१ কিঞ্চিৎ জলযোগ । বল্ব, তোমার কি ? আমি যদি তার কথা সহ্য কত্তে পারি। সে কত দিনকার পুরন চাকর, তা জান, তার কথা কি ধর্তে আছে ? পূর্ণ। তা যেন হল—তাই বলে তার বেয়াদবি সহ্য কত্তে হবে ? বিধুমুখী উড়ে বেহারাদের কিছু দোষ নেই, তার ভোলারই যত দোষ হল । আমি ভোলাকে অবশ্য রাখব, তোমার কি ? পূর্ণ। (স্বগত) আর পারা যায় না, এই বার একটু চটিয়ে দিয়ে শ্যামবাজারে যাবার ফিকির দেখা যাক (প্রকাশ্যে) আচ্ছ বেশ, তুমি ভোলাকে রাখ, আমিও উড়ে বেছারাদের অবশ্য রাখব। (বিধুর হাই তুলন—পূর্ণ উঠিয়া বস্ত্র পরিধান করত বিধুর নিকট গমন । ) বিধুমুখী । (পূর্ণকে ধরিয়া) বুঝেছি! বুঝেছি! তোমার শ্যামবাজারের সেই লোক