এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
२७ কিঞ্চিৎ জলযোগ । বিধু। (নিকটে গিয়া) দেখ! মেয়েমানুষকে ঘেটিও না। কখন তোমার সন্দেহ হয় না ? পূর্ণ। কখন না। আমার স্বভাবই ও রকম না, তা তুমি বল্পে কি হবে? তা কেন,— সে দিন নাচ দেখতে গিয়েছি ;–আমি যে কাছে আছি, তা দেখতে পায় নি—একজন লোক আর একজন লোকের কাছে বল্চে যে, প্রেমবাবু সমস্ত দুপর ব্যালাটা বিধুমুখীর ওখানে কাটিয়ে এসেছে। : বিধু। যদিওবা তিনি আমার সঙ্গে সমস্ত দিনটা কাটিয়ে থাকেন—তাতেই বা দোষটা কি ? তিনি হচ্চেন, আমাদের একজন প্রধান প্রচা রক,–গুরুলোক ! পূর্ণ। (তাড়াতাড়ি) তাইতে, আমিওতে তাই মনে করি। লোকে যে রকম প্রেমনাথ বাবুর বর্ণনা করে—দেখতে সুশ্ৰ—বেশ