পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক | 있 মিষ্টি মিষ্টি কথা—তাতে অন্য লোকের ঐ কথা শুনলে হটাৎ ভয় হতে পারে বটে,—কিন্তু ঐ কথা যখন আমার কাণে এল, তখন তো আমার কিছুই মনে হল না। এমন কি যদি তুমি এই বিষয় আগে না পাড়তে, তা হলে আমি যে কিছু কথা শুনেছিলেম, আমার তাও মনে আসতো না ! বিধু। (উঠিয়া টেবিলের নিকট গমন ) আহা ! তাইতে গা, আমার উপর তোমার কি অটল প্রেম ! পূর্ণ। মাই ডিয়ার, এ তুমি বেশ জেনে রেখে যে, সন্দেহ করার চেয়ে পাগলামি আর জগতে কিছুই নেই। এই যে সন্দেছট, যে প্রথমে স্বজন, করেছিল, সে নিশ্চয় কার নিকট হতে ভালবাসা পায়নি—না পেয়ে অন্যেরও ভালবাসাতে যাতে বাগুড় পড়ে, এই তার চেষ্টা হল!