পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\}ն ਿ জলযোগ | আর কিছু হয় না।—গালে একটু আল্ত দি, খোপায় এক ছড়া মাল দি –পান খেয়ে ঠোঁট লাল করি! এই রকম না কল্পে আর মন পাওয়া যায় না । তিনি এতক্ষণে বেরিয়ে গেছেন কি না বল্‌তে পারিনে (পূর্ণর ঘরের কাছে গিয়া কর্ণপাত ) কিছুই তো শোনা যায় না। বাহিরে যাইবার পথ খুজে না পাওয়ায় ঘুরে ফিরে এই ঘরে পুনরায় পেৰুরামের প্রবেশ। পেরুরাম। সকল দরজ গুলই বন্দ এ বাড়িটা প্রকত গোলকধাঁধার মত দেখছি; একবার ঢুক্লে আর বেরোবার যে নেই। এই বাড়ি থেকে এত করে পলাবার চেষ্টা কচ্চি, কিছুতেই তে পেরে উচিনে।—প্রথমে যে ঘরে এসেছিলেম, আবার দেখি সেই ঘরেই এসে পড়েছি! বিধু। ( দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া ) যাই আমার ঘরে গিয়ে শুই গে । ( গহনা লইবার