পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমীঙ্ক | "ు: নিমিত্ত টেবিলের দিকে গমন ও পেরুরামের সহিত হঠাৎ সাক্ষাৎ ) ওম গো ! ( ভয়ে থষ্ণু কিয়া দণ্ডায়মান । ) পেরু। অ্যা ! ( ভয়ে তটস্থ) মা ঠাকৃ রণ ! ( স্বগত ) বা ! বা ! কি চেহারা ! বিধুমুখী ! (স্বগত) নিশ্চয় এ চোর— তাতে আবার আমি এখানে এক্‌লা ( টেবিলের চতুষ্পার্শে ধাবমান ।) পেরুরাম। (বিধুর নিকটে গিয়া) আমি দেখছিলেম,— বিধুমুখী। (ভাঙ্গা ভাঙ্গা গলায়) এই নে বাপু--এই মুক্ত, এই হীরে, এই সব নে— কেবল আমাকে প্রাণে মারিস নে ! পেরুরাম। বেয়াদবি মাপ্ত করবেন, আমাকে ঠিক ঠাওরাতে পারেন নি। (বুঝাইয়া বলিবার নিমিত্ত বিধর নিকটে গমন । )