পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so কিঞ্চিৎ জলযোগ । শুনিতে ন পাওয়ায়) আজ্ঞে ! গোলামকে বলু চেন ? জলযোগ ? জলযোগটা হলে ভাল হয় বটে ; ক্ষুধাটাও আত্যেন্তিক প্রবল হয়েছে ! (স্বগত) আর পেটে খেলেও পিঠে সয়, এখন জানুলা থেকে পড়তে হয়, কি স্বামী ব্যাটার বন্দকেই মারা পড়তে হয়, তার তো কিছুই ঠিক নেই। বিধমুখী। (স্বগত) আমার স্বামী ঘরে এসে আস্তে আস্তে শুয়েছেন, তা আমি টের পেয়েছি! এত ੇਸ਼ “প্রেমনাথ বাবু প্রেমনাথ বাবু করে ডাকচি, তবু যে তার মনে কোন সন্দেহ হচ্চে না রোস্ ভোলাকে এর জন্য জলখাবার আনতে বলে দি ! ভোলা ! ভোলা ! ঘুমের ঘোরে চক্ষু রগড়াইতে রগড়াইতে ভোলার প্রবেশ । ভোলা। ঠারণ, আমায় ডায়েছেন ?