পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । 84 বিধুমুখী । ভোলা ! ভোলা । ঠারণ ! বিধুমুখী। কিছু জল খাবার নিয়ে এস তো ! ভোলা। আজ্ঞে (পেরুরামকে দেখিয়া অবাক হইয়া কিঞ্চিৎকাল দণ্ডায়মান) (স্বগত) এ রাতির ব্যাল আবার একটা কারে জোটায়ে আনেছে! আমার বাবুরে যে কি গুণ করেছে, তা বলতে পারিনে—সে দ্যাহেও দ্যাহবেন!— শোনেও শোনবে না । বিধুমুখী । জল খাবার নিয়ে এলোগে না । আবার দাড়িয়ে রইলে কেন ? ভোলা। এই যাই । (ত্যক্ত হইয়। ভোলার প্রস্থাঙ্গ । পেরুরাম। (স্বগত) অ ! এখন খেয়ে বচিব-সমস্ত দিনটা আজি পেটে অন্ন পড়ে নি! (পুর্ণবাবু এই সময়ে দ্বারের নিকট আগমন ও