এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
8b. কিঞ্চিৎ জলযোগ । পেরুরামকে দেখিয়া থমৃকিয়া দণ্ডায়মান—পরে মশারির পিছনে লুক্কাইত হইলেন। )— বিধুমুখী । (পূর্ণকে দেখিতে পাইয়৷ আহলাদে স্বগত) এই যে, উনি আড়াল থেকে শুনচেন ! ( চেকিতে বসিতে পেরুকে ইসার ও আপনিও কোঁচে উপবেশন। পেরুর প্রেমে বিধুমুখী পড়িয়াছে মনে করিয়া, পেরুর নানাপ্রকার ভাবভঙ্গী) এইবার খুব চেচিয়ে এর সঙ্গে কথা কওয়া ষাক (প্রকাশ্যে) প্রেমবাবু! সে দিন মন্দিরে ভাগ্যি তোমার সঙ্গে দেখা হয়েছিল। পেরুরাম । (কিছু বুঝিতে না পারিয়া স্বগত ) মন্দিরে আবার এর { সঙ্গে কোথায় দেখা হল ? কালীঘাটের মন্দিরে এ সে দিন গিয়েছিল না কি ? বিধমুখী। যা হোক এখন ধৰ্ম্ম প্রচারটা কেমন চলুচে ?