এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
3. কিঞ্চি জলযোগ । তাম্ ! গিন্নিড়ি যান রায়বাঘিনী হয়েছেন ; কত্তাকে ও বল্লি ওঠে বোস, বল্লি বসেন! ( উঠিয়া বসিয়া, হাই তুলিয়া, সুর করিয়৷ মহাভারত পাঠের উদ্যোগ—পুনশ্চ হাই তুলন, তৎপরে পুস্তক নিঃক্ষেপ করিয়া ) এ ব্যাটার কি বোয়ে ল্যাখে, সাপ নাই ব্যাং নাই; দূর কর! (নেপথ্যে পান্ধি বেছারাদিগের উই উই শব্দ) এই যে, পান্ধিতে বুঝি তার আলেন । দূর কর, আর পার। যায় না! যহন ডাকৃ দেবেন অ্যানে, তছন যাব ; ਬਿਜ তো এক ছিলিম তামুক খাই গিয়ে । ( ভোলার প্রস্থান । ) দ্বারের নিকট অতি ধীরে ধীরে ভয়ে ভয়ে পেৰুরামের আগমন । পেরু । ( প্রবেশ করিয়া ও ঘরের ভিতর অনেক লোক জন আছে মনে করিয়া) গোলা