এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
邬 কিঞ্চিৎ জলযোগ । গিন্নির কাছে"এত দিনও টিকে ছিলি, এই তোর পরম ভাগ্যি বলতে হবে ! পূর্ণ। চুপরও ! ফের, যদি একটা কথা কবি তো দেখতে পাবি ! বেরো, এঘর থেকে ! তোর কথা আমি অনেক ক্ষণ সহ্য করেছি, বেরো "হারামৃজাদা ! ( পেরু টেবিলের চতুর্দিকে ধাব মান ও পূর্ণ তাহাকে ধরিবার চেষ্ট।) পেরু ওর ভারি মুখ। ‘ঘর থেকে বেরো” ! ( দৌড়িয়া রঙ্গভূমির অপর পাশ্বে পলায়ন) আর এক ঘণ্ট আগে যদি বেরোতে বলতিস্, তা হলে আমি বত্তিয়ে যেতেমূ—এখন ওর জায়গায় জুত্ কোরে বোসে নিয়েছি—এখন বলে কিনা "বেরো" (পূর্ণ ক্রদ্ধ হইয়া ঘরের প্রবেশ দ্বারের নিকট গমন ও দ্বার উদঘাটন —পেরু ধাবমান) পূর্ণ। এই শেষ বর বলুচি, বেরো ঘর