পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧ઝ কিঞ্চিৎ জলযোগ। - দেখে আমি তার সন্ধান পেতে পারি,—কেবল এই পত্ৰখানা আছে ;–-এর উপরে একটা ‘প লেখা আছে ;–এই চিহ্ন দেখে যদি কিছু আপনারা সন্ধান বলে দিতে পারেন । বিধুমুখী । (স্বগত) এ লোকটা নিতান্ত বোকা দেখছি—এর সন্ধান আবার আমাদের জিজ্ঞাসা কর্তে এসেছে ! ওঁর ভালবাসার কে এার একজন ভালবাসা আছে, তার সন্ধান কি না ওকে আমাদের বলে দিতে হবে। যা হোকৃ কি বলে শুনাই যাক্না কেন। পূর্ণ। (আপনার হস্তের লিপি চিনিতে পারিয়া স্বগত) কামিনীর সঙ্গে আবার এ ব্যাটারও ভাব আছে নাকি? কামিনীকে যে পত্র লিখেছিলেম্—এ ব্যাটা কোথা থেকে কুড়িয়ে পেলে ? এখন ভালোয় ভালোয় ফাড়াটা উত্তরে গেলে বাচি। ঐ ব্যাটা চিঠিখানা বিধু